শিরোনাম

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৯ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কায় পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ৩০০ ফিট সড়কের নীলা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম মুহতাসিম মাসুদ (২২)। সে বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি রাজধানীর কলাবাগানের গ্রিনরোড এলাকার বাসিন্দা মাসুদ মিয়ার ছেলে।

আহত দুজন মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২) বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগের শিক্ষার্থী। মেহেদী কুমিল্লা সদর উপজেলার মফিজুর রহমান খানের ছেলে এবং অমিত ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার তপন কুমার সাহার ছেলে।

এ ঘটনায় নিহত মুহতাসিমের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার তিনজনের মধ্যে রয়েছেন প্রাইভেটকারের চালক মুবিন আল মামুন (২০)। তিনি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে। গ্রেপ্তার অন্য দুজন হলেন ওই গাড়িতে থাকা মিরপুর পীরেরবাগ এলাকার রিজওয়ানুল করিমের ছেলে মিরাজুল করিম (২২) ও উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে আসিফ চৌধুরী। তারা তিনজনই শিক্ষার্থী।

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ‘এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ডোপ টেস্টের পর আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। নিহত মুহতাসিমের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়