শিরোনাম

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৪, ১২:২০ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেলে বন্ধুর সঙ্গে পাল্লা, প্রাণ গেল কলেজ ছাত্রের

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর চরভদ্রাসনে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে পাল্লা দিতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে চালক কলেজ ছাত্র হাসিবুল হাসান (২০) ওরফে আশরাফুল মন্ডল নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু'জন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গাফ্ফার এ তথ্য  জানান।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী এলাকায় এই দুর্ঘটনা ঘটে ও সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা নেয়ার পথে আশরাফুলের মৃত্যু হয়।

মারা যাওয়া আশরাফুল চরভদ্রাসন সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র এবং চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামের মোশারফ হোসেন মন্ডলের ছেলে। চার ভাই বোনের ভিতর আশরাফুল সবার ছোট ছিল। আহত দুজনকেই প্রাথমিক চি‌কিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে চরভদ্রাসন থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলের অন্যটির সঙ্গে লেগে রাস্তার পাশের গাছের সাথে আশরাফুলের সজোরে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। 

নিহতের বন্ধু নওশাদ আহম্মেদ জানায়, দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুরে তার এমআরআই করার পর তাৎক্ষণিক ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। ঢাকা নেওয়ার পথে পল্টন এলাকায় অ্যাম্বুলেন্সের মধ্যে আশরাফুল মারা যান।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গাফ্ফার জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আশরাফুল নামে একটি ছেলে মৃত্যু হয়েছে। ফরিদপুর থেকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যান। নিহতের পরিবারের কেউ এই বিষয়ে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়