শিরোনাম
◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৭:২০ বিকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রহত্যা মামলায় লক্ষ্মীপুরের আলোচিত যুবলীগ ক্যাডার আরজু গ্রেফতার

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করে ছাত্র হত্যাসহ একাধিক মামলার আসামি লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও যুবলীগ ক্যাডার হিসেবে পরিচিত আশরাফ উদ্দিন আরজুকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের উত্তর মজুপুরে এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয় আরজুকে। পরে আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে চার শিক্ষার্থীকে হত্যা মামলার ঘটনায় গত ৫ আগস্টের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন তিনি। 

জানা যায়, লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও বাজারের তমিজ মার্কেট এলাকায় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ ও হামলা চালান আরজু। সাবেক যুবলীগ নেতা, স্থানীয় চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপুর সহযোগী হিসেবে এই হামলায় অংশ নেন তিনি। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত হন। তিন শতাধিক মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হন। এই ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় আরও একাধিক মামলার আসামি আশরাফ উদ্দিন আরজু।

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মোন্নাফ  বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় আরজুকে গ্রেফতার করা হয়েছে। আমরা আদালতে ৭ দিনের রিমান্ড চেয়েছি। তার বিরুদ্ধে ছাত্রহত্যা, পুলিশের উপর হামলাসহ আরও একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, আশ্রাফ উদ্দিন আরজু ২০১৯ সালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পুলিশের উপর হামলা ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আসামি। এছাড়াও ২০১৬ সালের লক্ষ্মীপুর সদর থানার ২৮-০৬-২০১৬ইং তারিখের ৪৮নং হত্যা চেষ্টা মামলার আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়