শিরোনাম
◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৭:০৭ বিকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার, মেলেনি পরিচয়

অনুজ দেব বাপু, চট্টগ্রাম : চট্টগ্রাম নগর থেকে ২৮ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অর্ধগলিত অবস্থায় পাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নগরের খুলশী থানার টাইগারপাসের রেলওয়ে কলোনীর ১৯ নম্বর পরিত্যক্ত ভবন সংলগ্ন রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

খুলশী থানার উপ পরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন জানান, আমরা দুপুর ১২টার দিকে সংবাদ পেয়ে এসে লাশটি উদ্ধার করেছি। তার আনুমানিক বয়স ২৮ বছর। রেলওয়ে কলোনীর যে ১৯ নম্বর পরিত্যক্ত ভবনের সিঁড়িতে যুবকের লাশ পাওয়া গেছে সেটা পরিত্যাক্ত ছিল। ভবনের পাশেই রেললাইন রয়েছে। এ ভবনে কয়েকজন থাকত বলে আমরা স্থানীয়দের কাছ থেকে জেনেছি। রাতে নেশা করে সকালে তারা আবার চলে যেত। লাশ দেখে মনে হচ্ছে এটি সম্ভবত তিন থেকে চারদিন আগের। মুখমন্ডল বিকৃত হয়ে অর্ধগলিত অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, তার মুখমন্ডল পঁচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। তার শরীরে কোনো বড় আঘাতের চিহ্ন নেই। নেশা করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়েও তার মৃত্যু হতে পারে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়