শিরোনাম
◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা ◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৩০ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ইজতেমার মাঠে নিহত বেলাল হোসেনের দাফন সম্পন্ন

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে নিহত হওয়া তিনজনের একজন ফরিদপুরের বেলাল হোসেন (৫৫)।
 
তিনি ফরিদপুর শহরের কমলাপুর মহল্লার মাইটা গোরস্থান এলাকার মৃত শেখ সামাদের সন্তান। বেলাল হোসেন ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন এবং পেশায় একজন ব্যবসায়ী। ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে তার। 
 
বেলাল হোসেনের বড় পুত্র জানান, গত প্রায় ৩৫ বছর যাবত তিনি তাবলীগের সাথে জড়িত। ৪০ দিনের চিল্লা শেষে তার বাবা তিনদিনের জোড়ে অংশ নিতে ইজতেমার ময়দানে সাথীদের সাথে প্রবেশ করছিলেন। এসময় হামলার শিকার হন। ময়নাতদন্তের পর মরদেহ ফরিদপুরে এনে বুধবার (১৮ ডিসেম্বর) বাদ এশা জানাযা শেষে মাইটা গোরস্থানে দাফন করা হয়।
 
প্রসঙ্গত, টঙ্গীর তুরাগতীরে ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারিদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত ও প্রায় ৫০ জনের মতো আহত হন। মঙ্গলবার রাত ৩টার দিকে শুরু করে বুধবার দুপুরেও দফায় দফায় সংঘর্ষ হয়েছে।  
 
সংঘর্ষে নিহতরা হলেন, ফরিদপুরের কমলাপুর মাইটা গোরস্থান এলাকার বেলাল হোসেন (৫৪), কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া (৭০)। অপরজন হলেন মাওলানা সাদের অনুসারী বগুড়ার মোহাম্মদ তাজুল ইসলাম (৬৫)।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়