শিরোনাম
◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৩০ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ইজতেমার মাঠে নিহত বেলাল হোসেনের দাফন সম্পন্ন

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে নিহত হওয়া তিনজনের একজন ফরিদপুরের বেলাল হোসেন (৫৫)।
 
তিনি ফরিদপুর শহরের কমলাপুর মহল্লার মাইটা গোরস্থান এলাকার মৃত শেখ সামাদের সন্তান। বেলাল হোসেন ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন এবং পেশায় একজন ব্যবসায়ী। ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে তার। 
 
বেলাল হোসেনের বড় পুত্র জানান, গত প্রায় ৩৫ বছর যাবত তিনি তাবলীগের সাথে জড়িত। ৪০ দিনের চিল্লা শেষে তার বাবা তিনদিনের জোড়ে অংশ নিতে ইজতেমার ময়দানে সাথীদের সাথে প্রবেশ করছিলেন। এসময় হামলার শিকার হন। ময়নাতদন্তের পর মরদেহ ফরিদপুরে এনে বুধবার (১৮ ডিসেম্বর) বাদ এশা জানাযা শেষে মাইটা গোরস্থানে দাফন করা হয়।
 
প্রসঙ্গত, টঙ্গীর তুরাগতীরে ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারিদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত ও প্রায় ৫০ জনের মতো আহত হন। মঙ্গলবার রাত ৩টার দিকে শুরু করে বুধবার দুপুরেও দফায় দফায় সংঘর্ষ হয়েছে।  
 
সংঘর্ষে নিহতরা হলেন, ফরিদপুরের কমলাপুর মাইটা গোরস্থান এলাকার বেলাল হোসেন (৫৪), কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া (৭০)। অপরজন হলেন মাওলানা সাদের অনুসারী বগুড়ার মোহাম্মদ তাজুল ইসলাম (৬৫)।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়