এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অফিসে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহিদ রোকনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ । গত মঙ্গলবার রাতে সান্তাহার শহর পুলিশের উপ-পরিদর্শক বকুল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোস নিয়ে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি সাঁতাহার মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার মনোয়ার জাহিদ রোকন সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাঁতাহার মহল্লার মৃত- মোশারফ হোসেনের ছেলে। মামলা সুত্রে জানা যায়, গত ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের প্রায় ২৫০ জন নেতা-কর্মি ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ
ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে উস্কানিমুলক শ্লোগান দিয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্ঠি করে। এরপর হামলাকারিরা বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, কাঠের আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ঘর থেকে বের করে তাতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়ে ফেলে। এ ঘটনায় গত ২৫ আগষ্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামি কে বুধবার দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :