শিরোনাম

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪০ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে চোলাই মদ সেবনের অভিযোগে ছয়জনের জেল-জরিমানা

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে চোলাই মদ সেবনের অভিযোগে ছয় মাদকসেবিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নওগাঁর সদর উপজেলার শিমুলিয়া গ্রামের রেজাউল সরদারের ছেলে টিপু সুলতান (৩০), একই গ্রামের মৃত তাজিম প্রামাণিকের ছেলে রেজাউল প্রামাণিক (৪০), শামীম কাজির ছেলে শাহীন কাজি (৪৫) ও মৃত সেকেন্দার আলীর ছেলে এনামুক হক (৪৯) এবং উপজেলার সান্তাহার পৌর শহরের মৃত হরিনাথ ঘোষের ছেলে বাবলু চন্দ্র ঘোষ (৫৩), সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে মহিদুল ইসলাম (৩৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চোলাই মদ সেবনের অভিযোগে ছয় মাদকসেবিকে আটক করা হয়। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাবলু চন্দ্র, টিপু সুলতান, রেজাউল, এনামুক হক এদের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মহিদুল ইসলামকে ৩ মাস ও শাহীন কাজিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়