শিরোনাম
◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা ◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩৭ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে বন বিভাগে গাছ রোপনকালে হামলা, বন কর্মকর্তাসহ আহত ৬

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী)প্রতিনিধি : নীলফামারীর ডোমার রেঞ্জের অধীন ভোগডাবুড়ি ইউপির গোসাইগঞ্জের বন বিটে  মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়  বাগানে বিভিন্ন জাতের গাছ রোপনকালে  হামলা করে একদল দুবৃত্ত।

এ সময় বন কর্মকর্তাসহ ৬ জন আহত হন।আহতদেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুপুরে  উপজেলা নির্বাহী  কর্মকর্তা মো নাজমুল আলম  হাসপাতালে আহতদের দেখতে যান। এ সময় তিনি বলেন, অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

রেঞ্জ কর্মকর্তা মো:আব্দুল হাই গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের হামলায় আহতরা হলেন,রেঞ্জ কর্মকর্তা মো আব্দুল হাই (৫৭), গোসাইগঞ্জের বিট কর্মকর্তা রেজাউল করিম(৩৭),বাগান মালি আবদুল আলীম(৫০),ওয়াচার আজিজুল ইসলাম (৫৩), শ্রমিক জুয়েল রানা(৩৫), সোহেল রানা (৩২)। 

ডোমার রেঞ্জ কর্মকর্তা মো: আবুল হাই জানান, ১৯৯৮ থেকে ২০১৮ ইং ১৪০ হেক্টর জমিতে কৃষি বন ও ব্লক বাগানে গাছ রোপন করা হয়। ২৬/১০/২০২৪ ইং থেকে ০৬/১১/২০২৪ ইং এর মধ্যে দুর্বৃত্তরা বাগানের প্রায় দেড় কোটি টাকার মূল্যের প্রায় ছয় হাজার গাছ চুরি করে। এ নিয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এই বাগানে আবারও গাছ রোপনকালে  আনারুলের নেতৃত্বে প্রায় ২৫০/৩০০ জনের দুবৃর্ত্ত হামলা চালায়।

জমির মালিকানা দাবী করে গোসাই গঞ্জের সোবহান আলীর পুত্র   তৌফিক(৪৫) বলেন, ৪০,৬২ রেকড ও দলীলমুলে আমরা জমির মালিক। আমরাই ২০০৭ সালে গাছ রোপন করেছি। 

উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে ২০১৮ ইং পর্যন্ত ১৪০ হেক্টর জমিতে কৃষি বন ও ব্লক বাগানে গাছ রোপন করা হয়। ২৬/১০/২০২৪ ইং থেকে ০৬/১১/২০২৪ ইং এর মধ্যে দুর্বৃত্তরা বাগানের প্রায় দেড় কোটি টাকার মূল্যের প্রায় ছয় হাজার গাছ চুরি করে। এ ঘটনায় ডোমার থানায় একটি ২৫ জন নামীয় আসামী সহ অজ্ঞাত ১২০/১৫০ জন কে আসামী করে  মামলা দায়ের করা হয়।এ ব্যাপারে জানতে ডোমার থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলামকে মেবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় তার মন্তব্য জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়