শিরোনাম

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫২ বিকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালে ঢাবি শিক্ষার্থীরা, চিকিৎসক আটক

নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ব্যয় বহন করতে পারবে না মন্তব্য করে চিকিৎসায় কালক্ষেপণ করার অভিযোগ উঠেছে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর বাবা মৃত্যুবরণ করলে ক্ষোভে ফুঁসে উঠে সহপাঠীরা জড়ো হন হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে আটক করে অভিযুক্ত চিকিৎসককে।

 জানা যায়, সোমবার (১৬ ডিসেম্বর) রাতে ষাটোর্ধ মো. আজিজুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিনলাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
 
স্বজনদের দাবি, চিকিৎসায় কালক্ষেপণ এবং চিকিৎসকের দায়িত্বে অবহেলায় এমন পরিণতি হয়েছে মৃতের। এ ঘটনায় রাতেই হাসপাতালে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত হয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. সজিব নজরুলকে আটক করে পুলিশ।
 
 মৃতের ছেলে সাজিদ হাসান সময় সংবাদকে বলেন, আমার রোগীকে গুরুত্ব না দিয়ে তারা অন্য রোগীকে গুরুত্ব দেয়। পরে আমি যখন আইসিইউতে শিফট করতে বলি, তখন তারা বলেন, আইসিইউতে কত টাকা খরচ হবে, সেটা কি আপনার ধারণা আছে? আগে দেখেন এফোর্ড করতে পারবেন কিনা।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসায় কোনো গাফিলতি করা হয়নি। গ্রিন লাইফ হাসপাতালের সহকারী ব্যবস্থাপক একরাম হোসেন বলেন, ‘রোগীকে জরুরি বিভাগে আসার পর মাত্র ১৯ মিনিটেই ভর্তি ছাড়া আইসিইউতে পাঠিয়ে দেয়া হয়। এখানে দায়িত্বে অবহেলার কোনো প্রমাণ পাইনি।’

এ ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় এজাহার দায়ের করেন নিহতের স্বজনরা। কলাবাগান থানার ডিউটি অফিসার মো. বুলবুল আহমেদ বলেন, টাকা না দিলে চিকিৎসা হবে না বলে কালক্ষেপণ করার অভিযোগ করা হয়েছে। আর এ অবহেলাজনিত কারণেই রোগীর মৃত্যু হয়। এ অভিযোগে এজহার দায়ের করেন নিহতের স্বজনরা। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়