ধামরাইয়ে মহাসড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে:ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। ধামরাই উপজেলার জয়পুর এলাকার ব্রিজের পাশে পরিত্যক্ত জায়গা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে যানা যায়,মঙ্গলবার ভোরে ধামরাই উপজেলার জয়পুরা এলাকায় ব্রিজের পাশে একটি খালে পানির মধ্যে একটি ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে সংবাদ পেয়ে ধামরাই থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ রিপোট লেখা র্পযন্ত পুলিশ জানিয়েছেন এখন র্পযন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা হয়েছে।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক,মোখলেছুর রহমান (তদন্ত)সাংবাদিকদের বলেন, ধামরাই জয়পুরা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার হয়েছে।হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে,ময়না তদন্তের পর এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :