শিরোনাম

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০১:৫০ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াকাটায় দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেল না লাউ গাছ

জাকারিয়া জাহিদ,কলাপাড়া পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটায়  রাতের আঁধারে কৃষক মোঃ হাবিব মৃধার  সবজি খেতের দুই  শতাধিক লাউ গাছ এবং আড়াইশোর মত বিভিন্ন ফল ও কাঠের গাছ আর ১০০টির মত টমেটো গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে সোমবার  দিবাগত রাতের আঁধারে  কুয়াকাটা পৌরসভায় ৪ নং ওয়ার্ডের মেলা পাড়া গ্রামে। এতে কৃষক হাবিবের  কমপক্ষে চার লক্ষ  টাকার ক্ষতি হয়েছে বলে তিনি  জানিয়েছেন । প্রায় ৭০ শতাংশ জমির সবজি গাছ সহ বিভিন্ন প্রকার গাছ রাতের আঁধারে শত্রুপক্ষ ধ্বংস করে দিয়েছে এতে কৃষক পরিবার পথে বসে গিয়েছেন, তবে স্থানীয়  আওয়ামী লীগ নেতাকে দোষারোপ করছেন তিনি,এর বিচার চেয়ে মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। 

কৃষক মোঃ হাবিব বলেছেন, আমার স্বপ্নের কৃষি রাতের আঁধারে কেটে ফেলেছে,আমি স্পষ্ট ভাবে বলতে চাই দীর্ঘদিন যাবত কুয়াকাটায় আমাদের এই জমি স্থানীয় আওয়ামী লীগ নেতা দখল করে রেখেছিল। পুনরায় আমরা সেই জায়গা উদ্ধার করার কারণে  ওরা ক্ষিপ্ত হয়ে এই কাজটি করেছে, ইউসুফ গাজী ও তার পরিবারের সর্বোচ্চ বিচারের আশা করছি। 

এ বিষয়ে স্থানীয়রা বলছেন শত্রুতারজেরে এমন ঘটনা ঘটিয়েছে  যা স্পষ্ট। বর্তমানে দিন দিন কৃষি  কাজ থেকে  সরে যাচ্ছেন  কৃষকরা। বেড়ে যাচ্ছে দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম, এর মধ্যে কৃষকের এই স্বপ্ন যারা নষ্ট করেছেন তাদের কঠোর বিচার হওয়া প্রয়োজন। 

চোখের সামনে এমন সোনালী ফসল নষ্ট হতে দেখে কান্নায় ভেঙে পড়েছে হাবিবের বাবা আবুসালে মৃধা।লাউ গাছগুলোতে ফল আসতে শুরু করেছে, ফুটেছে ফুল যা দেখে একজন কৃষকের মনে স্বপ্ন পূর্ণতার অংক কষে সেই স্বপ্ন নিমিষেই রাতের আধারে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা ভাবতেই কান্না চলে আসে

কৃষক হাবিবের বাবা আবুসালে জানান, প্রতিদিনের মতো আজো আমি সবজি খােতে কাজে যাই। গিয়ে দেখি সব গাছগুলো কেটে ফেলানো হয়েছে। আমি দুর্বৃত্তদের শাস্তি চাই। 

স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউসুফ  মোহরির ছেলে মোহাম্মদ সুলাইমান বলেন বিষয়টি একেবারে বানোট ভিত্তিহীন। বরং উল্টো আমাদেরকে হয়রানি করছেন তারা। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ঘটনা সত্যতা পেলে আইনি ব্যবস্থা নিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়