শিরোনাম

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫২ বিকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন 

নাজমুল হক মুন্না (উজিরপুর) বরিশাল : বরিশালের উজিরপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথেই ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়।

এরপর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, সরকারি বেসারকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ইউনিটি সহ সকল শ্রেণী পেশার মানুষ উপজেলা পরিষদ চত্ত্বরে ০৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্তকরণ, মুক্তিযোদ্ধা সহ তাদের পরিবারকে ফুলেল শুভেচ্ছা আলোচনা সভা ও সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর প্রশাসক মোঃ আলী সুজার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাপিল বিশ্বাস, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মাজেদ তালুকদার মান্নান মাস্টার, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধ মোঃ মতিউর রহমান, এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধকালীন বেইজ কমান্ডার ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ সরদার, সহ অন্যান্যরা।


এদিন ২য় পর্বে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে দুপুরে উপজেলা প্রকৌশলী একাদশ  বনাম উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা একাদশ। বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের পরিবেশনায় দেশাত্মবোধক সংগীত সহ মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়