শিরোনাম
◈ অর্থ আত্মসাৎ অর্থ আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ ◈ সেভিয়াকে হারিয়ে দুই নম্বরে উঠে এলো রিয়াল মাদ্রিদ ◈ আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার কতটা সুযোগ রয়েছে? ◈ অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড ভারতের মাথা ব্যথার কারণ  ◈ দিল্লিতে অবৈধ ১৭৫ বাংলাদেশিকে চিহ্নিত করলো পুলিশ, শহরজুড়ে তল্লাশি ◈ ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়কে অপ্রত্যাশিত বলছেন আলাউদ্দিন বাবু ◈ দীর্ঘ বছর ক্রিকেট খেলার পর আমাদের একটা স্টেজে আসা উচিত: কোচ সালাহউদ্দিন ◈ বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা (ভিডিও) ◈ বিশেষ বিধান জারি বাংলাদেশ ব্যাংকের ◈ ২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে দু’পক্ষের মারামারি, ভাংচুর ও ককটেল বিস্ফোরন সেনা পুলিশের অভিযানে  আটক -৮

ফিরোজ আহম্মেদ,  ঝিনাইদহ প্রতিনিধি : ছাগল হাটে দোকান বসাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জের  দু’পক্ষের মারামারি, দোকান ভাংচুর ও বোমাবাজির ঘটনা ঘটেছে। এ ঘটনার সময়ে ওহিদুল ইসলাম নামে ১ জন আহত হয়েছে। 

ঘটনাটি জানতে পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৮ জনকে আটক করা হয়। শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার বারবাজারে এ ঘটনা ঘটে। আটকৃতরা হলেন- উপজেলার বারবাজার ফুলবাড়ি গ্রামের- বুলবুল বিশ্বাস, রবিউল ইসলাম, আজিজুল মন্ডল, আশিকুজ্জামান, নাজিম উদ্দিন, জাফর ইকবাল, জহুরুল ইসলাম ও আব্দুর রহমান। এ ঘটনায় ব্যাবসায়ী শফিকুল ইসলাম ও বারবাজার পুলিশ  ফাড়ির ইনচার্জ বাদী হয়ে থানাতে পৃথক দুটি এজাহার দায়ের করেছেন। 
 
উপজেলার বারবাজারের ফাষ্টফুড ব্যাবসায়ী বেলাট গ্রামের শফিকুল ইসলাম ও স্থানীয় জানায়, শনিবার দুপুর ১টার দিকে বারবাজার ছাগল হাটাতে ফুলবাড়ী গ্রামের এক ব্যাক্তি টোং দোকান বসায়। এ সময় দোকান বসাতে নিষেধ করাতে ফুলবাড়ী গ্রামের কালাম ব্যাপারী শফিকুলের ভাই ওহিদুলকে ধাক্কা দেয়। এক পর্ষায়ে তারা ওহিদুলকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনা নিয়ে সন্ধ্যার পর বারবাজারে সালিশ বৈঠক হবার কথা ছিল। কিন্তু সালিশের আগেই ফুলবাড়ী গ্রামের লোকজন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে বাজারে এসে কয়েকটি ককটেল বিস্ফোরন ঘটিয়ে ত্রাস সৃষ্টিসহ শফিকুলের দোকান ভাংচুর করে। 

এ সময় বাজারের ব্যাবসায়ীরা প্রতিরোধে এগিয়ে আসলে  শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে বারবাজার ফাড়ির পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা চলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফেরিত ককটেলের কিছু অংশ উদ্ধার করে। পরে রাত ১২ টার দিকে আবারো বাজারে হামলা চালানোর উদ্দেশ্যে ফুলবাড়ি গ্রামের লোকজন তাদের গ্রামের একটি স্কুল মাঠে জড়ো হচ্ছিল। এমন খবর পেয়ে কিছু সময়ের মধ্যেই কালীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ওই গ্রামের ৮ জনকে আটক করে। ভাংচুর ও মারপিটের ঘটনায় ব্যাবসায়ী শফিকুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানাতে ২৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৭০ জনের নামে একটি এজাহার দায়ের করেছেন। 

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মারামারির উদ্দেশ্যে গভীর রাতে জড়ো হওয়া ফুলবাড়ি গ্রামের ৮ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় রোববার বারবাজার ফাড়ির ইনচার্জ বনি আমিন পাইক বাদী হয়ে থানাতে একটি এজাহার দায়ের করেছে। বিকালে আসামীদের ঝিনাইদহ আদালতে প্রেরন পূর্বক ৩ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়