শিরোনাম
◈ সেভিয়াকে হারিয়ে দুই নম্বরে উঠে এলো রিয়াল মাদ্রিদ ◈ আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার কতটা সুযোগ রয়েছে? ◈ অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড ভারতের মাথা ব্যথার কারণ  ◈ দিল্লিতে অবৈধ ১৭৫ বাংলাদেশিকে চিহ্নিত করলো পুলিশ, শহরজুড়ে তল্লাশি ◈ ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়কে অপ্রত্যাশিত বলছেন আলাউদ্দিন বাবু ◈ দীর্ঘ বছর ক্রিকেট খেলার পর আমাদের একটা স্টেজে আসা উচিত: কোচ সালাহউদ্দিন ◈ বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা (ভিডিও) ◈ বিশেষ বিধান জারি বাংলাদেশ ব্যাংকের ◈ ২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ◈ ভারতে যদি গদি সাংবাদিক হয়, বাংলাদেশে তেলবাজি সাংবাদিক: মতিউর রহমান চৌধুরী (ভিডিও)

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ১২:১০ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাজাহানপুরে মহান বিজয় দিবস পালিত

আবদুল ওহাব শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি যথাযোগ্য মর্যাদায় বগুড়া শাজাহানপুরে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সেজে উঠেছে উত্তর বঙ্গের প্রবেশদার শাজাহানপুরের সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সহ বিভিন্ন মহল। উপজেলার চারপাশে তাকালে বুঝতে কষ্ট হয়না ১৬ ডিসেম্বর বাঙ্গালী জাতীর জীবনে বিশেষ একটি দিন।

ভোর থেকেই মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে শুরু হয় ১৬ ডিসেম্বরের কার্যক্রম। স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমে শাজাহানপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা তায়েফুর রহমান সকল দফতরের কর্মকর্তাদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর একে একে শাজাহানপুর থানা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শাজাহানপুর প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ নানা শ্রেনী পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও মহান গৌরবের এইদিনে সমগ্র উপজেলা ঘুরে দেখাগেছে, নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে দিবসটি। বিজয় দিবসটিকে স্মরণীয় করতে আগ্রহের কমতি নেই জনসাধারনেরও। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্লাব ও সমিতিগুলো আয়োজন করে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা মনোমুগ্ধকর অনুষ্ঠানের । স্মরণ করা হয় জাতীর শ্রেষ্ঠ সন্তানদের। যাদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে সেইসব ৩০ লক্ষ নরনারীকে। যা যুব সমাজ সহ আকৃষ্ট করে ও দৃষ্টি কারে সর্বস্তরের জনসাধারনের। স্মরন করিয়ে দেয় সেদিনের ভয়াবহতা ও আনন্দে গাঁথা দিনগুলোর কথা।

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, দেশের গনতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এমনিভাবে এক কাতারে কাজ করতে হবে। তবেই প্রতিষ্ঠিত হবে সোনার বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়