শিরোনাম
◈ ‘৩-৪ আগস্ট ভারতের দালালদের সঙ্গে বৈঠকের অভিযোগ’, যা বললেন আসিফ নজরুল ◈ এবার পাগলা মসজিদে রেকর্ড, মিলল ৮ কোটি ২১ লাখ টাকা ◈ সংখ্যালঘু ইস্যুতে ভারতের সঙ্গে টানাপোড়েন, কতটা সামাল দিতে পারছে সরকার ◈ বিপুল পরিমাণ মাদকসহ বিমানবন্দরে জনপ্রিয় অভিনেত্রী আটক ◈ হাসিনাকে ফিরিয়ে আনতে ব্যাপক বিক্ষোভ পরিকল্পনা ছাত্রলীগের ◈ বনশ্রীতে যাত্রীবাহী বাস উল্টে খালে ◈ অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চাইলেন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গোলাম রাব্বানী ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে ত্রিপুরা: বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা  ◈ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা ◈ বাংলাদেশ ইস্যুতে ভারতের খুব বেশি মাথা ঘামানো উচিৎ নয়: শশী থারুর (ভিডিও)

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ০৫:১২ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে : নায়াবা ইউসুফ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের ১ দফা দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোট, বাংলাদেশ শিক্ষক সমিতি, কলেজ শিক্ষক সমিতি ও কিন্ডারগার্টেন আ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর সদর উপজেলা শাখার উদোগে শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে ফরিদপুর শহরের জসীমউদ্দিন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। 

প্রধান অতিথির বক্তব্যে নায়াবা ইউসুফ বলেন, 'আমরা ছাত্র ছাত্রীদের কি দিতে পারলাম, শিক্ষকদের সেই আত্মসমালোচন করতে হবে। ছাত্র-ছাত্রীদের খেলাধুলার সুযোগ তৈরি করে দিতে হবে। তাদের বই পড়ানোর তাগিদ দিতে হবে, ন্যায়-অন্যায় শিক্ষা দিতে হবে, ছাত্রছাত্রীদের নিজের সন্তানের মত ভালো বাসতে হবে। নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে। শিক্ষকদের ভয় ভীতির ঊর্ধ্বে থেকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে।  

তিনি বলেন, 'আমাদের দল ক্ষমতায় আসলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে।'

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক শরীফ জাহিদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন- বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মো. সেলিম মিয়া। 

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ইমরুল কবির জিহাদ, শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ফরিদপুর শাখার সভাপতি অধ্যক্ষ সেলিম মো. বদরুদ্দোজা, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শওকত আলী, ফরিদপুর শিক্ষক সমিতির সভাপতি মো. ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ আল সিদ্দিকী, ফরিদপুর কিন্ডারগার্টে সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহমেদ লেলিন। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ভাংগা শাখার সাধারণ সম্পাদক ইকরাম আলী, সালথা শাখার সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- ফরিদপুর শহর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন রঞ্জনসহ শহর ও কোতোয়ালি বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে জুলাই আগস্টে নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়