শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে ছাড়তে হবে দলীয় প্রধানের পদ! ◈ (২৮ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ হাসনাত-সারজিসের গাড়িবহরে দুর্ঘটনা: ফেসবুক লাইভে এসে বর্ণনা দিলেন রাফি (ভিডিও) ◈ সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, যা বললেন জামায়াতের আমির ◈ গভীর নিম্নচাপের কারণে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ‘মারবা? পারবা না’, গাড়ি দুর্ঘটনার পর সারজিস ও হাসনাত আব্দুল্লাহর হুঙ্কার ◈ হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক ◈ হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা ◈ হাসনাত-সার্জিসের বহরের গাড়ি দুর্ঘটনায়, পরিকল্পিতভাবে ট্রাক চাপার অভিযোগ (ভিডিও) ◈ মৃত্যুর আর ভয় নেই, ফের লড়াই করতে বাধ্য করবেন না: আবদুল হান্নান মাসউদ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০১:৪৫ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গভীর নিম্নচাপের কারণে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

গভীর নিম্নচাপের কারণে দেশের কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় আজ দুপুরে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

এ অবস্থায় বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। উৎস: ইত্তেফাক।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়