মুরাদনগরে সেনাবাহিনী অভিযানে সাড়ে ৩ হাজার ইয়াবা ও নগদ অর্থসহ আটক ২
এন এ মুরাদ, মুরাদনগর : কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড থেকে ৩৮ বীরের কেপ্টেন মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে ৩ হাজার ৭শত ৫০পিছ ইয়াবা ও নগদ ২ লাখ ৭ হাজার ৩শত ৬০টাকাসহ ২ জনক আটক।
আটককৃতরা হলেন মাদক ব্যবসায়ী দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের মৃত রহিম সরকারের ছেলে ইমরান সরকার ( ইভো) (২৬) এবং ব্রাহ্মণপাড়া থানার তোতা ভোর গ্রামের খাদিজা আক্তার (২৪)।
জানা যায় বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কেপ্টেন মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল উপজেলার কোম্পানিগঞ্জ বাজারের বাস টার্মিনালের যাত্রীছাউনির সামনে থেকে তাদেরকে আটক করেন। পরে মুরাদনগর থানা পুলিশকে খবর দিলে এসআই আরিফের নেতৃত্বে একটি পুলিশ টিম এসে তাদেরকে থানায় নিয়ে যায়।
স্থানীয় জনসাধারণ বলেন ইভো দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন তার কারনে যুবসমাজ মাদকে আসক্ত হচ্ছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।
ক্যাপ্টেন মোঃ সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম প্রায় ২ ঘন্টা অভিযান পরিচালনা করে ইয়াবা, নগদ অর্থ সহ তাদেরকে আটক করা হয়েছে। পরে মুরাদনগর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন :