শিরোনাম
◈ মৃত্যুর আর ভয় নেই, ফের লড়াই করতে বাধ্য করবেন না: আবদুল হান্নান মাসউদ ◈ জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ ‘সাবোটাজ’ করছে কিনা প্রশ্ন রেখেছেন তারেক রহমান  ◈ সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার (ভিডিও) ◈ পাঁচ সংস্কার কমিটির প্রধান ও সদস্যরা যেসব সুবিধা পাবেন  ◈ এ ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের অনধিকার চর্চা: উপদেষ্টা নাহিদ ◈ কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নিন আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে ◈ শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছে বিএনপি (ভিডিও) ◈ বাংলাদেশ কোনো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জাসপ্রিত বুমরাহ টেস্ট ক্রিকেটে সেরা বোলার, ওয়ানডেতে রশিদ খান ◈ বিচারপতিকে যে কারনে ডিম মেরে এজলাস থেকে নামালো আইনজীবীরা (ভিডিও)

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ০৮:০৮ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনজীবী হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে ভোলায় বিএনপির আইনজীবীদের বিক্ষোভ

ভোলা প্রতিনিধি:  চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা প্রতিবাদ ও উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ভোলা জেলা আইনজীবী সমিতি। বুধবার দুপুর ২ টায় ভোলা জেলা আইনজীবী সমিতির সামনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে  বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জিপি আলহাজ্ব মোঃ সালাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও অতিরিক্ত এপিপিমো: ইউসুফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো: ইফতারুল হাসান শরীফ, অতিরিক্ত এজিপি মোঃ ইলিয়াস সুমন, অ্যাড. মোঃ মহিউদ্দিন হেলাল, অ্যাড. মো: তুহা, এজিপি জিয়াউর রহমান,মো: মহাসিন, এপিপি আরিফুর রহমান, আদিল মাহমুদ প্রমুখ।

এ সময় বক্তারা,  ইসকনকে উগ্রবাদী ও জঙ্গি সংগঠন উল্লেখ করে সংগঠনটিকে দ্রুত নিষিদ্ধ করার পাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো: ফরিদুর রহমান, অতিরিক্ত পিপি মোঃ সফিউল্লাহ, এপিপি অ্যাড. রেজাউল করিম ফারুক, শাহ আহসান উল্যাজ সুমন, অ্যাড. মো: আলমগীর হোসেন, অ্যাড. হাসনাইন, অ্যাড. আবু সাঈদ খুদরি,অ্যাড. মোঃ মহিবুল্লাহ রাব্বি, অ্যাড. এনায়েত, অ্যাড. আব্দুল্লাহ আল ইসলাম ফাহাদ, ফরহাদ হোসেন, মোঃ মঞ্জু, মোঃ মনসুর, পলাশ প্রমুখসহ আইনজীবী ও শিক্ষানবিশ আইনজীবীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়