শিরোনাম
◈ মৃত্যুর আর ভয় নেই, ফের লড়াই করতে বাধ্য করবেন না: আবদুল হান্নান মাসউদ ◈ জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ ‘সাবোটাজ’ করছে কিনা প্রশ্ন রেখেছেন তারেক রহমান  ◈ সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার (ভিডিও) ◈ পাঁচ সংস্কার কমিটির প্রধান ও সদস্যরা যেসব সুবিধা পাবেন  ◈ এ ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের অনধিকার চর্চা: উপদেষ্টা নাহিদ ◈ কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নিন আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে ◈ শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছে বিএনপি (ভিডিও) ◈ বাংলাদেশ কোনো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জাসপ্রিত বুমরাহ টেস্ট ক্রিকেটে সেরা বোলার, ওয়ানডেতে রশিদ খান ◈ বিচারপতিকে যে কারনে ডিম মেরে এজলাস থেকে নামালো আইনজীবীরা (ভিডিও)

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ০৮:০৪ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে বিডিআর বিদ্রোহে নিরঅপরাধ জেলবন্দী বিডিআর সদস্যদের  মুক্তি দাবি 

এম. এমরান পাটোয়ারী, ফেনী প্রতিনিধি : ফেনীতে বিডিআর বিদ্রোহে নিরপরাধ জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও পুনরায় চাকরির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিডিআর কল্যাণ পরিষদ ফেনী জেলা কমিটি আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী জেলা কমিটির সমন্বয়ক ফেরদৌস আল মামুন,নহাবিলদার মান্নান, হাবিলদার সিরাজ,  নায়েক সুবেদার মনসুর আহমদ, হাবিলদার আব্দুল্লাহ, নায়েক আবু তৈয়ব ও নুর নবী, সিপাহি নিজাম উদ্দিন, মো. ইয়াসিন, আব্দুল মতিন, সিপাহী ও আব্দুল মান্নান।

এ সময় বক্তারা বলেন, “বাংলাদেশ সীমান্তকে অরক্ষিত করার লক্ষে বাহিরের রাষ্ট্র দ্বারা ষড়যন্ত্র করে আমাদের বিডিআর হত্যাকান্ডটা সুপরিকল্পিতভাবে করানো হয়। পরবর্তীতে এর দায়ভার আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়৷  আমরা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে জেল থেকে বের হয়ে  মানবেতর জীবনযাপন করছি। অনেক নিরঅপরাধ বিডিআরকে এখনো বিনা কারনে গত ১৫/১৬ বছর জেলে হাজতে আটকে রেখেছে আমরা সরকারের কাছে আবেদন করছি, অতি দ্রুত বন্ধী বিডিআরদের জেন জামিনে মুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়। আমরা চাই আমাদের  মুক্তি দিয়ে সসম্মানে যেন চাকরি বহাল করা হয়। আর যাদের বয়স নেই তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়।”

এ সময় তারা আরও বলেন, “ আওয়ামী লীগ সরকার এ ঘটনা ঘটিয়েছে। ভারতের প্রেসক্রিপশনে তারা এ ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগের নেতা  নানক, তাফস এরা জড়িত ছিল। তৎকালিন প্রধানমন্ত্রী শেখ  হাসিনার নির্দেশে এ নির্মম গণহত্যা ঘটেছে । অথচ আমাদের মত নিরঅপরাধ মানুষদের ফাঁসানো হয়েছে। আমরা কষ্টে আছি। অনেকে ১৮ সালে জামিন পেলেও তাদের এখনো মুক্তি দেওয়া হয়নি৷ আমরা মানবেতর জীবনযাপন করছি। আমরা চাই এ মামলা পুনরায় তদন্ত করা হোক। আর যারা মূল অপরাধী তাদের বিচারের আওতায় আনা হোক।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়