শিরোনাম
◈ দুই আফগানের ঝড়ে সাকিবের বাংলা টাইগার্সের বড় জয় ◈ চ্যারিটেবল ট্রাস্ট মামলা: আপিল মঞ্জুর, খালাস পেলেন খালেদা জিয়া ◈ শুক্রবার ভোটাভুটিতে চূড়ান্ত হবে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন স্বত্ব ◈ মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাট দিয়ে গড়া ট্রফির লড়াইয়ে মাঠে নামছে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড ◈ ভিওএ বাংলা জরিপঃ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়ার পক্ষে ৫৭% মানুষ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সন্ধ্যায় চলমান পরিস্থিতি নিয়ে দেখা করবেন মির্জা ফখরুল  ◈ এবার চীন সফরে যাচ্ছেন জামায়াতসহ ইসলামী দলের নেতারা ◈ আইনজীবী হত্যায় কে ও কী বলছে ইসকন, তদন্তে পুলিশ ◈ চট্টগ্রামে আইনজীবী হত্যা: যৌথবাহিনীর অভিযানে আটক ৩০ ◈ উসকানিমূলক প্রতিবেদন না করতে অনুরোধ সিএ প্রেস উইং ফ্যাক্টসের

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ০৩:১২ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে স্কুল ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সনত চক্র বর্ত্তী (ফরিদপুর):ফরিদপুরের সদরপুর উপজেলা সদরের সদরপুর মডেল সরকারি বিদ্যালয়ের তৃতীয়তলা থেকে পড়ে মোঃ দেলোয়ার হোসেন(৪২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার(২৬ নভেম্বর)  বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিকের সহকর্মী ফারুক হোসেন তাকে উদ্ধার করে সদরপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সৌরভ চক্রবর্তী তাকে মৃত ঘোষনা করেন। 


খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার আল মামুন ও উপজেলা প্রকৌশলী আঃ মমিন হাসপাতালে যান। ওই সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম হাওলাদার। এ সময় সদরপুর থানার উপপুলিশ পরিদর্শক মোঃ মামুন মরদেহের প্রাথমিক তথ্য বিবরনী শেষ করেন।

নিহতের সহকর্মী মোঃ ফারুক হোসেন বলেন, সদরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইডিপি-৩ প্রকল্প এর একটি ভবনের তৃতীয় তলার ছাদের চিলেকোঠা ভাঙ্গার কাজ করছিলেন। চিলেকোঠার পাশের একটি দেয়াল ভাঙার এক পর্যায়ে উপর থেকে বিদ্যালয়ের নিচের পাকা ফ্লোরে পড়ে যায়।  ওই সময় তাকে সদরপুর হাসপাতালে নিয়ে আসি। 

নিহত দোলোয়ার হোসেন বরগুনা জেলার তালতুলী গ্রামের সানু হাওলাদারের পুত্র। নিহতের এক স্ত্রী ও দুই পুত্র সন্তান মারুফ (১৮) ও আব্দুল্লাহ (১০) রয়েছে। 

এ ব্যাপারে সদরপুর উপজেলা প্রকৌশলী আঃ মমিন বলেন, এটি একটা দুর্ঘটনা। এখানে আমাদের করার কি আছে। এ ব্যাপারে নিহতের পুত্র মারুফ জানান, আমরা ঢাকা থেকে রওয়ানা দিয়েছি। এসে বিস্তারিত কথা বললো।   এ ব্যাপারে সদরপুর থানার ওসি মোতালেব হোসেন বলেন, আমি সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়