শিরোনাম
◈ আইনজীবী সাইফুলকে নির্মমভাবে হত্যার ভিডিও ছড়িয়ে পড়েছে, ফুটেজ দেখে সন্দেহভাজন ৬ জন আটক ◈ তানজিম হাসান সাকিবের ২ উইকেটে গ্লোবাল সুপার লিগে জয়ে শুরু গায়ানার ◈ অ্যাডভোকেট আলিফকে হারিয়ে তার পরিবারে শোকের মাতম ◈ দুই আফগানের ঝড়ে সাকিবের বাংলা টাইগার্সের বড় জয় ◈ চ্যারিটেবল ট্রাস্ট মামলা: আপিল মঞ্জুর, খালাস পেলেন খালেদা জিয়া ◈ শুক্রবার ভোটাভুটিতে চূড়ান্ত হবে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন স্বত্ব ◈ মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাট দিয়ে গড়া ট্রফির লড়াইয়ে মাঠে নামছে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড ◈ ভিওএ বাংলা জরিপঃ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়ার পক্ষে ৫৭% মানুষ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সন্ধ্যায় চলমান পরিস্থিতি নিয়ে দেখা করবেন মির্জা ফখরুল  ◈ এবার চীন সফরে যাচ্ছেন জামায়াতসহ ইসলামী দলের নেতারা

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ০২:৫৮ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে রাতের আধারে ধান কেটে জমি জবরদখলের চেষ্টা

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে রাতের আধারে ধান কেটে জমি জবরদখলের চেষ্টা করেছে একদল দূর্বৃত্ত। ঘটনাস্থল থেকে একটি ধানকাটা মেশিন জব্ধ করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের শাশালপুর গ্রামের কৃষক হুসেনুর রহমান একই মৌজায় তার ক্রয়কৃত ৩৪ শতক জমিতে এবার আমন ধান আবাদ করে।

গত সোমবার দিবাগত রাতে একই গ্রামের মৃত সামসুউদ্দীন এর ছেলে মাদক ব্যবসায়ী দুলাল হোসেনের নেতৃত্বে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল ওই জমিতে থানা ফসল (ধান) অবৈধ ভাবে কেটে জবরদখলের চেষ্টা করে। জমির মালিক খবর পেয়ে ধান কাটতে বাঁধা দিলে তাকে মারপিট করে প্রতিপক্ষরা। এসময় জমির মালিক হুসেনুর রহমান মুঠোফোনে জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় প্রতিপক্ষরা । পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবহৃত একটি ধান কাটা মেশিন জব্দ করে থানায় নিয়ে আসে। এঘটনায় জমির মালিক হুসেনুর রহমান ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করে বিরল থানায় একটি এজাহার দায়ের করেছে। বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়