শিরোনাম
◈ মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাট দিয়ে গড়া ট্রফির লড়াইয়ে মাঠে নামছে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড ◈ ভিওএ বাংলা জরিপঃ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়ার পক্ষে ৫৭% মানুষ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সন্ধ্যায় চলমান পরিস্থিতি নিয়ে দেখা করবেন মির্জা ফখরুল  ◈ এবার চীন সফরে যাচ্ছেন জামায়াতসহ ইসলামী দলের নেতারা ◈ আইনজীবী হত্যায় কে ও কী বলছে ইসকন, তদন্তে পুলিশ ◈ চট্টগ্রামে আইনজীবী হত্যা: যৌথবাহিনীর অভিযানে আটক ৩০ ◈ উসকানিমূলক প্রতিবেদন না করতে অনুরোধ সিএ প্রেস উইং ফ্যাক্টসের ◈ হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা নেতানিয়াহুর ◈ এবার বিদেশে বসে শেখ হাসিনার সাথে আওয়ামী নেতাদের টেলিকনফারেন্স! (ভিডিও) ◈ কূটনৈতিক জোন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি লাপাত্তা

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ০২:৫২ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলফাডাঙ্গায় গরুতে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ৬

সনত চক্র বর্ত্তী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় গরুতে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ উভয়পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়েছে। 

সোমবার(২৬ নভেম্বর)  বিকেল ৩টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের বাসিন্দা আরিফ শেখ গত দুই সপ্তাহ আগে তার বাড়ির পাশের বিলে ধানের বীজতলা দেয়। কিন্তু সোমবার দুপুরে প্রতিবেশী জামাল মোল্যার একটি গরু ওই বীজতলায় গিয়ে ধানের চারা খেয়ে বিনষ্ট করে। পরবর্তীতে বিষয়টি নিয়ে আরিফ শেখের সঙ্গে প্রতিবেশী জামাল মোল্যার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়। 

এ ঘটনায় জামাল মোল্যার পরিবারের লোকজন আরিফ শেখের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। আহতদের মধ্যে আরিফ শেখ (৩০) নামে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত জামাল মোল্যা (৩৬) নামে অপর একজনকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া আহত আরিফ শেখের মা চম্পা বেগম (৫০), ভাই তারিকুল শেখ (২৭), জামাল মোল্যার ছেলে সিফাত মোল্যা (১৮) ও বোন আসমা বেগম (৪৩) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ জানান, এ ঘটনায় উভয়পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়