শিরোনাম
◈ ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ (ভিডিও) ◈ সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি এখন ১ লাখ ৪২ হাজার টাকা ◈ এবার ৭ দিনের আল্টিমেটাম দিলো রিকশাচালকরা ◈ গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি, তারপরও জ্বি স্যার, জ্বি স্যার বলতে হয়েছে: বাণিজ্য উপদেষ্টা ◈ ‘দেখি বাসে আগুন জ্বলছে, আমরা কয়েকজন মিলে পোড়া মরদেহ নিচে নামাই’ ◈ বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চল ৩ বছরে দুই-তৃতীয়াংশ বৃদ্ধি ◈ জাতীয় ক্রিকেট লিগ, নাইম শেখের দাপুটে ইনিংসে  ঢাকা মেট্রোর দারুণ শুরু ◈ টেস্ট ক্রিকেটে জয়সোয়ালের ছক্কার রেকর্ড ◈ জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ১১ ডিসেম্বর শুরু ◈ জয়সোয়াল ও লোকেশ রাহুলের ব্যাটে পার্থ টেস্ট ভারতের নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৪, ০২:৫৪ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর ঐ‌তিহ‌্যবাহী জলকদর খা‌লের সীমানার ডিজিটাল সার্ভে রিপোর্ট হস্তান্তর

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি : চট্টগ্রা‌মের বাঁশখালী উপ‌জেলার‌ বুক চি‌রে অব‌স্থিত ঐ‌তিহ্যবাহী জলকদর খাল‌টি ভরাট হয়ে যাওয়া‌তে শুষ্ক মৌসু‌মে চরম ভোগা‌ন্তি পোহা‌তে হ‌তো এলাকার জনগন‌কে । এ সম‌য়ে ব্যবসা বা‌নিজ্যের অন্যতম যোগা‌যোগ মাধ্যম কা‌লের বিবর্ত‌নে দখ‌লে ও ভরা‌টে হা‌রি‌য়ে যে‌তে ব‌সে‌ছিল । জন‌ভোগা‌ন্তি লাগ‌বে এ জলকদর খাল‌টি ভরাট ও অ‌বৈধ দখল উ‌চ্ছে‌দে জনদাবীর প্রেক্ষি‌তে দীর্ঘ এ খালের সীমানা নির্ধারণের জন্য  বিগত ২০২৩ সা‌লের ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৬ জন সার্ভেয়ার নিয়োগ করা হয়।

উপজেলা ভূমি অফিস বাঁশখালীর সার্ভেয়ার উক্ত ৬ জন সার্ভেয়ারসহ ১ জন ডিজিটাল সার্ভেয়ার এবং তার ডিজিটাল সার্ভের জন্য ব্যবহৃত যন্ত্রপাতির মাধ্যমে খালের সীমানা চিহ্নিত/নির্ধারণের কাজ অত্যন্ত সফলতার সাথে সমাপ্ত করে প্রতিবেদন (সি এস ও বি এস নকশা/ম্যাপ) প্রদান করেছেন। নির্ভুল সীমানা নির্ধারণ এবং ভবিষ্যৎ অবৈধ দখল সংক্রান্ত জটিলতা এড়াতে উপজেলা প্রশাসন জলকদর খালের সীমানা নির্ধারণের কাজটি ম্যানুয়ালি না করে ডিজিটাল সার্ভের মাধ্যমে সম্পন্ন করার উদ্যোগ নেয়, ফ‌লে  দীর্ঘ‌দি‌নের সার্ভে রিপোর্ট গত ২১ন‌ভেম্বর উপজেলা প্রশাসন হতে জেলা প্রশাসনে প্রেরণ করা হয়েছে ব‌লে জানান বাঁশখালী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জেস‌মিন আক্তার। 

তি‌নি আ‌রো ব‌লেন, গতবছর বাঁশখালী‌তে যোগদানের কিছুদিন পর বাঁশখালীর সকলের সর্বাত্মক সহযোগিতায় অসংখ্য চ্যালেঞ্জ ও বাধা বিপত্তিকে  সামনে রেখে উপজেলা প্রশাসন কর্তৃক   হাতে নেয়া হয় জলকদর খালের  সীমানা নির্ধারণের উদ্যোগ গ্রহন করা হয়। বাঁশখালীর  খানখানাবাদ ও সাধনপু‌রের সং‌যোগস্থল  ঈশ্বর বাবুর হাট থেকে কুতুবখালী চ্যানেল পর্যন্ত বয়ে চলা জলকদর খালের অবৈধ দখলদার উচ্ছেদ করে খালটিকে তার সমহিমায় ফিরিয়ে আনা ছিলো বাঁশখালীর আপামর জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ ক‌রে, মহামান্য সুপ্রিমকোর্ট এর আদেশ মোতাবেক চট্টগ্রাম  জেলা প্রশাসন এর নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার এর তত্ত্বাবধানে উপজেলা ভূমি অফিস বাঁশখালীর সহায়তায়  ডিজিটাল সার্ভের মাধ্যমে জলকদর খালের সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হয়েছে। 

সার্ভে রিপোর্ট বৃহস্প‌তিবার  উপজেলা প্রশাসন হতে জেলা প্রশাসনে প্রেরণ করা হয়েছে।  আশা রা‌খি খুব শীঘ্রই  জেলা প্রশাসক স্যার পানি উন্নয়ন  বোর্ডে নির্ধারিত সীমানার ডিজিটাল সার্ভে রিপোর্ট হস্তান্তর করবেন। অবৈধ দখলদারদের  চিহ্নিত করণ ও  উচ্ছেদ পূর্বক জলকদর খাল খননসহ জলকদর খাল রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যেকোনো উদ্যোগে পানি উন্নয়ন বোর্ডকে জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে ব‌লে তি‌নি জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়