শিরোনাম
◈ কোথাও দাম না পেয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙারির দোকানে বিক্রি ◈ সম্পদের হিসাব জমা না দিলে সরকারি চাকরিজীবীদের যেসব শাস্তি হতে পারে ◈ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যেসব দেশ নিরাপদ থাকবে ◈ কারও স্ত্রী চলে গেছে, কারও চাকরি: যেমন আছেন জুলাই আন্দোলনের আহতরা ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়ার গ্রাফিতিতে কালো রং, এরপর যা যা হলো ◈ হ্যারি কেইনের রেকর্ড গড়া হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখের দারুণ জয় ◈ ভারত ও পাকিস্তানের কাছ থেকে আয়োজক স্বত্ব আইসিসির কেড়ে নেয়া উচিত: রশিদ লতিফ ◈ অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনটি দারুণ কাটোলো ওয়েস্ট ইন্ডিজ  ◈ যে কারণে বাংলাদেশকে লাখ লাখ ডলার জরিমানা দিতে হচ্ছে ◈ পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা, বেশির ভাগই ভারতে অবস্থান করছেন

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ০৭:২৬ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে দুই ছিনতাইকারী গ্রেফতার

আইরিন হক, বেনাপোল প্রতিনিধি: ভারতগামী ক্যান্সার রোগীর স্বজনের নিকট থেকে প্রতারনা করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে  দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে  পুলিশ।

শুক্রবার(২২ নভেম্বর) বিকালে  বেনাপোল চেকপোষ্ট থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

 আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন ছোটআঁচড়া গ্রামের দাউদ হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন সাগর (৩১) ও  বড়আঁচড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বাবু হোসেন (৩০)। 

চেকপোষ্ট ব্যবসায়ী সমিতির সহসভাপতি মশিয়ার রহমান জানান,  এক শ্রেনীর প্রতারকরা দির্ঘদিন ধরে  বেনাপোল চেকপোষ্টে ভারতগামী পাসপোর্টধারীদের পাসপোর্ট ফরম লেখার নাম করে জিম্মী করে অর্থ ছিনিয়ে আসছে। মাঝে মধ্যে তাদের গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হলেও বার বার ছাড়া পেয়ে আবারও প্রতারনার সাথে জড়াচ্ছে।

কোন ভাবে তাদের প্রতিরোধ করা যাচ্ছেনা। এদের মাধ্যমে প্রতিদিন বিভিন্ন পাসপোর্টধারীরা প্রতারনার শিকার হয়ে পথে বসছে। এদের বিরুদ্ধে সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সচেতন করতে হবে যাত্রীদের।

বেনাপোল চেকপোষ্ট সীমান্তের পেশাদার  চিহ্নিত ছিনতাইকারী ও প্রতারকদের মধ্যে রয়েছে, বেনাপোল পৌরসভার  ভবারবেড় গ্রামের সমেদ হাওলাদারের ছেলে শামিম, ঘিবা গ্রামের  রফিকুল ইসলামের ছেলে রনি, বড়আচড়া গ্রামের আমজেদ হোসেনের ছেলে শোয়েব ,কাদুর ছেলে পাপ্পু,শহিদুল ইসলামের ছেলে ইমরান,সাদিপুর গ্রামের সাহাজুল ইসলামের ছেলে আসাদুল ও ইশার উদ্দিনের ছেলে মিরাজ। 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানান, চেকপোষ্টে  ভারতগামী পাসপোর্ট যাত্রী ক্যান্সার রোগীকে জিম্মী করে অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়