আইরিন হক, বেনাপোল প্রতিনিধি: ভারতগামী ক্যান্সার রোগীর স্বজনের নিকট থেকে প্রতারনা করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার(২২ নভেম্বর) বিকালে বেনাপোল চেকপোষ্ট থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন ছোটআঁচড়া গ্রামের দাউদ হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন সাগর (৩১) ও বড়আঁচড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বাবু হোসেন (৩০)।
চেকপোষ্ট ব্যবসায়ী সমিতির সহসভাপতি মশিয়ার রহমান জানান, এক শ্রেনীর প্রতারকরা দির্ঘদিন ধরে বেনাপোল চেকপোষ্টে ভারতগামী পাসপোর্টধারীদের পাসপোর্ট ফরম লেখার নাম করে জিম্মী করে অর্থ ছিনিয়ে আসছে। মাঝে মধ্যে তাদের গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হলেও বার বার ছাড়া পেয়ে আবারও প্রতারনার সাথে জড়াচ্ছে।
কোন ভাবে তাদের প্রতিরোধ করা যাচ্ছেনা। এদের মাধ্যমে প্রতিদিন বিভিন্ন পাসপোর্টধারীরা প্রতারনার শিকার হয়ে পথে বসছে। এদের বিরুদ্ধে সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সচেতন করতে হবে যাত্রীদের।
বেনাপোল চেকপোষ্ট সীমান্তের পেশাদার চিহ্নিত ছিনতাইকারী ও প্রতারকদের মধ্যে রয়েছে, বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের সমেদ হাওলাদারের ছেলে শামিম, ঘিবা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রনি, বড়আচড়া গ্রামের আমজেদ হোসেনের ছেলে শোয়েব ,কাদুর ছেলে পাপ্পু,শহিদুল ইসলামের ছেলে ইমরান,সাদিপুর গ্রামের সাহাজুল ইসলামের ছেলে আসাদুল ও ইশার উদ্দিনের ছেলে মিরাজ।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানান, চেকপোষ্টে ভারতগামী পাসপোর্ট যাত্রী ক্যান্সার রোগীকে জিম্মী করে অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :