শিরোনাম
◈ ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের ◈ ছাত্র-জনতার সমন্বয়ে নতুন দল আসতে পারে: সারজিস (ভিডিও) ◈ বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ তাদের দশাও যেন পলাতক শেখ হাসিনার মতো না হয়: আশফাক নিপুন ◈ সিটি কলেজ সরিয়ে নেওয়াসহ ১১ দফা দাবি ঢাকা কলেজের ◈ পর্যটক নিয়ন্ত্রণে কমিটি, সেন্ট মার্টিনে যেতে নিবন্ধনসহ যা করতে হবে পর্যটকদের ◈ মুজিববর্ষ উদযাপনের নামে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের খরচ ১ হাজার ২৬১ কোটি টাকা ◈ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্যও সমান গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র উপদেষ্টা ◈ ভারতের উত্তর প্রদেশে ৫১৩ মাদ্রাসা বন্ধ ◈ স্ত্রীকে খুন করে গাড়ির ডিকিতে ভরে ১৪৫ কিলোমিটার দূরে ফেলে এলো স্বামী

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৪, ০৬:৪৮ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদ আব্দুল্লাহ কবর জিয়ারত করলেন বিএনপি নেতা তৃপ্তি

আইরিন হক, বেনাপোল প্রতিনিধি:  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত সরোর্য়াদী বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র শহীদ আব্দুল্লাহ কবর জিয়ারত ও পরিবারকে শান্তনা দিয়েছেন  বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য  মফিকুল হাসান তৃপ্তি।  

বুধবার (২০ নভেম্বর) বিকালে শহীদ আব্দুল্লার বাড়ি যশোরের বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামে কব৷ জিয়ারত করেন বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি।

এ সময় তার সাথে ছিলেন বেনাপোল পৌর বিএনপি  সিনিয়র সহ সভাপতি  শাহবদ্দিন আহম্মেদ, পুটখালী ইউনিয়ন বিএনপির   আহবায়ক মফিজুর রহমান, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ন আহবায়ক আল মামুন বাবলু,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক  আসাদুজ্জামান  আসাদ,শহীদ আব্দুল্লাহ পিতা আব্দুল জব্বারসহবিএনপির শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির সহযোগী সংগঠনের কয়েক শত নেতা, কর্মী উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি নেতা তৃপ্তি  শহীদ আব্দুল্লাহ নামে বেনাপোলে সরকারি প্রতিষ্টান শহীদ আব্দুল্লাহ নামে  নাম করণের জন্য সরকারে প্রতি আহবান জানান।তিনি আরো বলেন, যদি সরকার এ বিষয়ে কোন সহযোগিতা না করে তাহলে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের মাধ্যমে তিনি সরকারী প্রতিষ্টানের নাম শহীদ আব্দুল্লাহ নামে করবেন।

পরে তিনি শহীদ আব্দুল্লাহ বাড়িতে গিয়ে তার পিতা মাতার সাথে দেখা করে তাদের সান্তনা দেন।তাদের পাশে থাকার প্রত্যায় ব্যাক্ত করে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

জানা যায়, আবুল্লা সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন আবদুল্লাহ। গত ৫ আগস্ট রাজধানীর তাঁতিবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ। তার কপালের ঠিক মাঝ বরাবর গুলি লাগে। দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকার পর প্রথমে তাকে মিটফোর্ড এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার করে তার মাথা থেকে বের করা হয় গুলি। এরপর তাকে বেনাপোলে নিয়ে যান স্বজনরা। বাড়িতে তার অবস্থার অবনতি হলে তাকে ১১ আগস্ট রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হওয়ায় ডাক্তাররা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। অবস্থার উন্নতি না হওয়ায় ২২ আগস্ট তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ নভেম্বর সে মৃত্যুর কাছে হার মানে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়