শিরোনাম
◈ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে মালদ্বীপকে হারালো বাংলাদেশ ◈ দলের অস্তিত্ব ফিরিয়ে আনতে দিবস ভিত্তিক কর্মসূচির চিন্তা আওয়ামী লীগের ◈ পাকিস্তান বিভক্তি আমরা যেমন চাইনি, শেখ মুজিব ও চাননি: জামায়াতের আমির (ভিডিও) ◈ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদের মর্যাদা নিয়ে যা বললেন ◈ জানা গেল কি এসেছিল পাকিস্তান থেকে আসা সেই জাহাজে  ◈ অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলেন তারেক রহমান (ভিডিও) ◈ অক্সফোর্ডে ‘স্বাধীন কাশ্মীর রাষ্ট্র’ নিয়ে বিতর্কসভা ◈ পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে : আইজিপি ◈ ‘তিন শূন্যের’ ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান ড. ইউনূসের ◈ "বিশ্ব কিংবা রাষ্ট্র নয়, বাংলাদেশের ২০২৪ এর বন্যা মোকাবিলা করেছে তরুণ সমাজ"

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৪, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৪, ১০:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলসা আয়োজন নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

পাবনায় ইসলামী জলসা আয়োজন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জালাল উদ্দিন নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। শনিবার সকালে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বেতেপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন (৪০) হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়ার শকর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন ধরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম গ্রুপের বিরোধ চলছিল। শুক্রবার রাতে এলাকায় একটি ইসলামী জলসা আয়োজন নিয়ে উভয় পক্ষের লোকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে শনিবার সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে জালালের অবস্থা গুরুতর হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা একটার দিকে তার মৃত্যু হয়। নিহত জালাল আবুল হাসেমের কর্মী।

এ বিষয়ে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ঘটনার বিষয়ে কিছু জানেন না তিনি। এ বিষয়ে বিস্তারিত জানতে খোঁজখবর নেবেন।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়