শিরোনাম
◈ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদের মর্যাদা নিয়ে যা বললেন ◈ জানা গেল কি এসেছিল পাকিস্তান থেকে আসা সেই জাহাজে  ◈ অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলেন তারেক রহমান (ভিডিও) ◈ অক্সফোর্ডে ‘স্বাধীন কাশ্মীর রাষ্ট্র’ নিয়ে বিতর্কসভা ◈ পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে : আইজিপি ◈ ‘তিন শূন্যের’ ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান ড. ইউনূসের ◈ "বিশ্ব কিংবা রাষ্ট্র নয়, বাংলাদেশের ২০২৪ এর বন্যা মোকাবিলা করেছে তরুণ সমাজ" ◈ মাকে হত্যায় ছেলের সম্পৃক্ততা নিয়ে দুই বক্তব্য, যা জানাল র‍্যাব (ভিডিও) ◈ রোহিঙ্গা সংকট দ্রুত সমাধান না হলে বিশ্বের জন্য হুমকি হয়ে উঠবে: পররাষ্ট্র উপদেষ্টা ◈ আন্দোলনে জীবন দেয় তরুণরা, পদ ভাগাভাগি করে মুরুব্বীরা: হাসনাত আবদুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৪, ০৪:১৫ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৪, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে শ্রমিকরাই উদ্বোধন করলেন স্বেচ্ছা শ্রমে বানানো সড়ক  

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুর থানার অবহেলিত সড়াতৈল গ্রামে সেচ্ছাশ্রমে নির্মীত দেড় কিলোমিটার সড়ক উদ্বোধন করেন শ্রমিকরা। সড়কটি উদ্বোধনের জন্য প্রবেশ মুখেই বিভিন্ন রংয়ের বেলুন ও পতাকা দিয়ে সুজজ্জিত করা হয়েছে। দুর থেকে যে কেউ দেখলে মনে হবে সড়ক উদ্বোধনে জমকালো কোন অনুষ্ঠান। সবই ঠিক আছে তবে অতিথি হচ্ছে আর দশটি সড়ক উদ্বোধনের মত না। এখানে মাটি কাটা শ্রমিকরাই অতিথি হয়ে ফিতা কেটে নতুন সড়ক উদ্বোধন করেন।

সড়কটি নির্মানের উদ্যোক্তা সমাজ সেবক নজরুল ইসলামের আয়োজনে এমন ব্যতিক্রমী অনুষ্ঠানে উপস্থিত সমাজ সেবক, আইনজীবি, ব্যবসায়ী সহ সকলে উচ্ছাসিত ও আনন্দিত। জানা যায়, সালদারবিল সংলগ্ন বিস্তীর্ণ ফসলের মাঠ। আশপাশে যাতায়াতের কোনো রাস্তা নেই। ঘরে ফসল তুলতে কৃষকদের ভোগান্তি পোহাতে হয়। এছাড়া চলাচলের দুর্ভোগ কমাতে প্রায় দেড় মাস আগে স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার সড়ক তৈরির কাজ শুরু করেছেন সড়াতৈল গ্রামবাসি।

স্থানীয়রা জানান, সড়কটি নির্মানে এলাকাবাসি বারবার জনপ্রতিনিধিদের কাছে ধ্বর্না দিয়েও কোন কাজ হয়নি। পরে এলাকাবাসি পরিকল্পনা করে সেচ্ছাশ্রমে সড়ক নির্মানের সিদ্ধান্ত হয়। পরে সবাই মিলে কাজ সেচ্ছাশ্রমে সড়কটি নির্মান করে। এতে পাঁচিল-এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়ক সহ শাহজাদপুর যাতায়াতের কষ্ট কিছুটা হলেও কমেছে। এখন আর শিক্ষার্থীদের বর্ষায় নৌকা যোগে অনেক পথ মাড়িয়ে স্কুল-কলেজে যেতে ও মাঠ থেকে ফসল ঘরে নিতে আনতে তেমন কষ্ট হবে না।

সড়ক নির্মাণে কাজে যুক্ত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মজুরি ছাড়াই তাঁরা কাজ করেছেন। গ্রামের বাসিন্দাদের মধ্যে যাঁরা শ্রম দিতে পারেনি, তাঁরা আর্থিক সহযোগিতা করছেন। অনেকে আবার সড়ক তৈরির জমি দান করেন।

সড়কটি নির্মানের অন্যতম উদ্যোক্ত সমাজ সেবক নজরুল ইসলাম বলেন, দেড় কিলোমিটার সড়ক নির্মান একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। গ্রামবাসির প্রচেষ্টায় সড়কটি সেচ্ছাশ্রমে নির্মান হয়েছে। এজন্য এখানে শ্রমিকরাই অতিথি ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়