শিরোনাম
◈ দলের অস্তিত্ব ফিরিয়ে আনতে দিবস ভিত্তিক কর্মসূচির চিন্তা আওয়ামী লীগের ◈ পাকিস্তান বিভক্তি আমরা যেমন চাইনি, শেখ মুজিব ও চাননি: জামায়াতের আমির (ভিডিও) ◈ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদের মর্যাদা নিয়ে যা বললেন ◈ জানা গেল কি এসেছিল পাকিস্তান থেকে আসা সেই জাহাজে  ◈ অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলেন তারেক রহমান (ভিডিও) ◈ অক্সফোর্ডে ‘স্বাধীন কাশ্মীর রাষ্ট্র’ নিয়ে বিতর্কসভা ◈ পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে : আইজিপি ◈ ‘তিন শূন্যের’ ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান ড. ইউনূসের ◈ "বিশ্ব কিংবা রাষ্ট্র নয়, বাংলাদেশের ২০২৪ এর বন্যা মোকাবিলা করেছে তরুণ সমাজ" ◈ মাকে হত্যায় ছেলের সম্পৃক্ততা নিয়ে দুই বক্তব্য, যা জানাল র‍্যাব (ভিডিও)

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৪, ০২:৫৭ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আ' লীগ-বিএনপি নেতা মিলে দখল করলো বিধবা নারীর জমি !

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম রামকান্তপুর গ্রামে ১৪৪ ধারা লঙ্ঘন করে আওয়ামী লগের দুই নেতা ও সেচ্ছাসেবক দলের এক নেতা মিলেমিশে এক বিধবা নারীর জমি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় ওই তিন প্রভাবশালী দীর্ঘদিন সদরে অম্বিকাপুর ইউনিয়নে জমির ব্যবসার নামে এলাকায় নিরীহ মানুষদের উপর নানা কৌশলে অত্যাচার করে আসছে। রয়েছে বিভিন্ন মানুষের জমি দখলেরও অভিযোগ। 

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে ওই জায়গায় পাকা স্থাপনা নির্মানের কাজ শুরু করে তারা। পরে খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্মাণকাজ বন্ধ করে দেয়। এঘটনায় অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল মোল্লা, আওয়ামী লীগ তুহিন মিয়া ও মহানগর সেচ্ছাসেবক দল নেতা ইয়াকুব শেখের হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে ওই বিধবা নারী।

জানা যায়, সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম রামকান্তপুর গ্রামের বাসিন্দা বিধবা নারী কহিনুর বেগমের পৈত্রিক সম্পত্তি কিছুদিন আগে জোরপূর্বক দখল করার চেষ্টা করে স্থানীয় প্রভাবশালী রবিউল মোল্যা, তুহিন মিয়া, ইয়াকুব শেখ ও তার লোকজন। পরে কহিনুর বেগম আদালতের শরনাপন্ন হলে আদালত ওই জায়গায় ১৪৪ ধারা জারি করে। শুক্রবার সকালে ওই জায়গায় ১৪৪ ধারা লঙ্ঘন করে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

বিধবা নারী কহিনুর বেগম অভিযোগ করে বলেন, আমাদের পারিবারিক ৫০ শতাংশ জমি নিয়ে আমার চাচার সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সেই জমি পারিবারিকভাবে ভাগবাটাওয়ারার কিছু হয়নি এখনো। যা নিয়ে আদালতে মামলা চলছে। কিন্তু ওই তিন ভূমিদস্যু জোর করে আমাদের জমি দখল করার পাঁয়তারা করছে। তারা এখানে তৃতীয় পক্ষ হয়ে আমাদের পরিবারে ঢুকে দ্বন্দ্ব বড় করে তুলছে। শুধু আমাদের পরিবার না তাদের দ্বারা এই এলাকার বহু মানুষ নির্যাতনের শিকার। তারা প্রভাবশালী হওয়ায় ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলেনা। আমি জমির কাছে গেলেই আমাকে হুমকি ধামকি দেওয়া হয়। কিছুদিন আগে আমার বৃদ্ধ মাকে তারা মারপিট করে। 

কহিনুর বেগম বলেন, আমার স্বামী মারা গেছে দীর্ঘদিন আগে। আমার কোনো ছেলে সন্তান নেই। দুইটি মেয়ে রয়েছে। বাবা ও ভাই কেউই বেঁচে নেই। আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, আমি অসহায়, একারণেই তারা জোরপূর্বক আমার জমি দখলের চেষ্টা করছে। এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 

ক্রয়কৃত জায়গায় ঘর নির্মাণ করছেন দাবী করে ইয়াকুব শেখ বলেন, কহিনুর বেগমের চাচার সম্পতি আমরা কিনে নিয়েছি। সেখানেই আমি ঘর নির্মাণ করছি। ১৪৪ ধারা ভঙ্গ করে কেন নির্মাণ কাজ করছেন এ প্রসঙ্গে তিনি বলেন, ১৪৪ ধারা জারি করেছিল সঠিক। আদালত সেটি খারিজ করে দিয়েছে। পুনরায় তারা আপিল করেছে, আমাকে হয়রানি করার জন্য। 

অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আলম বলেন, ওই জমি নিয়ে এক বছর আগে আমি শালিস করেছিলাম, কিন্তু তাতে কোনো সমাধান হয়নি। পরে বিষয়টি আদালতে গড়ায়। আজকের ঘটনা শুনেছি, আমি এলাকার বাইরে থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি। 

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে দুই পক্ষকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়