শিরোনাম
◈ মার্কিন গোয়েন্দা সংস্থার নয়া অধিকর্তা তুলসী গ্যাবার্ড কে? বিজেপির সঙ্গেও ‘নৈকট্য’ ◈ বাংলাদেশের ১২ ক্রিকেটার আইপিএলের নিলামে, কার ভিত্তিমূল্য কত? ◈ স্ত্রীর মোহরানাও ঋণের অন্তর্ভুক্ত, অনাদায়ে স্বামীর ঘাড়ে তা ঋণ স্বরূপ বহাল থাকবে ◈ খাদ্য অধিদপ্তরের চাল মজুদ করে ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি ◈ ‘মাকে হত্যা’ করে ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় ◈ দায়বদ্ধতা থেকেই অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে: জ্বালানি উপদেষ্টা ◈ চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারতের প্রভাবের কাছে নত হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ◈ আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ◈ জিল্লুর রহমানের যত অভিযোগ সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে! ◈ মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি নারী-শিশুসহ ৫১ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৪, ১২:২৯ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মসজিদে যাবার পথে মুসল্লিকে কুপিয়ে আহত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের গেরদা ইউনিয়নের পশ্চিম কাফুরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সেকেন মাতুব্বর (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সেকেন মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুনরায় সন্ত্রাসী হামলার ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।

অভিযোগ সূত্রে জানা গেছে, গেরদা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. জব্বার শেখের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল প্রতিবেশি লিটু সিকদার ও রাজু সিকদার গংদের সঙ্গে।

শুক্রবার দুপুরে আ. জব্বার মেখ, সেকেন মাতুব্বরসহ তাদের পরিবারের কয়েক সদস্য স্থানীয় মসজিদে জুম্মার নামাজ পড়তে যাবার সময় তাদের ওপর রামদা, ছ্যাঁনদা, লাঠিসোঁঠা নিয়ে হামলা চালায় লিটু সিকদার, রাজু সিকদারসহ আরো কয়েকজন। হামলাকারীরা ধাওয়া দিলে সকলে আত্মরক্ষার্থে স্থানীয় প্রতিবেশীদের বিভিন্ন বাড়ীতে ঢুকে পড়ে। এসময় এসকেন প্রামানিকের ঘরে লুকিয়ে থাকেন সেকেন মাতুব্বর। পরবর্তীতে হামলাকারীরা এসকেন প্রামানিকের ঘরের দরজা ভেঙে সেকেন মাতুব্বরকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। সন্ত্রাসীরা চলে যাবার পর সেকেন মাতুব্বরকে গুরুতর আহত অবস্থায় পুলিশের সহযোগিতায় স্থানীয়রা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে ভর্তি রয়েছেন।

এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আ. জব্বার শেখ জানান, লিটু, রাজু সিকদার গংদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। তারা আওয়ামী লীগ করার কারণে দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা চালায় এবং বিভিন্ন সময় আমাদের ওপর হামলা চালিয়ে মারপিট করে। এ নিয়ে থানায় মামলাও রয়েছে। শুক্রবার জুম্মার নামাজে যাবার সময় আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আমরা কয়েকজন দৌঁড়ে পালাতে পারলেও সেকেনকে কুপিয়ে আহত করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত লিটু সিকদার ও রাজু সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা ফোন না ধরায় তাদের বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়