শিরোনাম
◈ মার্কিন গোয়েন্দা সংস্থার নয়া অধিকর্তা তুলসী গ্যাবার্ড কে? বিজেপির সঙ্গেও ‘নৈকট্য’ ◈ বাংলাদেশের ১২ ক্রিকেটার আইপিএলের নিলামে, কার ভিত্তিমূল্য কত? ◈ স্ত্রীর মোহরানাও ঋণের অন্তর্ভুক্ত, অনাদায়ে স্বামীর ঘাড়ে তা ঋণ স্বরূপ বহাল থাকবে ◈ খাদ্য অধিদপ্তরের চাল মজুদ করে ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি ◈ ‘মাকে হত্যা’ করে ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় ◈ দায়বদ্ধতা থেকেই অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে: জ্বালানি উপদেষ্টা ◈ চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারতের প্রভাবের কাছে নত হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ◈ আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ◈ জিল্লুর রহমানের যত অভিযোগ সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে! ◈ মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি নারী-শিশুসহ ৫১ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৪, ১২:২৮ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ১ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

খাদ্য অধিদপ্তরের চাল মজুদ করে ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি

অনুজ দেব বাপু, চট্টগ্রাম : খাদ্য অধিদপ্তরের চাল মজুদ করে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বস্তায় ভরে বাজারজাত করার দায়ে চট্টগ্রামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে নগরের পাহাড়তলীতে মেসার্স খাজা ভান্ডার নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), চট্টগ্রাম মেট্রোর কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, খাদ্য অধিদপ্তরের বস্তার মোটা চাল নিজস্ব গুদামে মেশিনের সাহায্যে চিকন চালে রূপান্তর করে বিভিন্ন ব্র্যান্ডের চাল নাম দিয়ে বাজারজাত করছিল এ প্রতিষ্ঠান। পাশাপাশি তীর মার্কা সুপার চাল, প্রজাপতি মার্কা, নূরজাহান ব্র্যান্ড, চিংড়ি মাছ মার্কা, আপেল ব্র্য্যান্ডসহ বিভিন্ন ব্র্যান্ডের নামে চাল বস্তায় ভরে বিক্রি ও গুদামজাত করে আসছিল। সেইসঙ্গে চালের বস্তায় ওজনেও কম পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করেছি।

এর আগে ১৩ নভেম্বর রাতেও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের দেওয়া তথ্যে গুদামটিতে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। অসংগতি পাওয়ার পরও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা না থাকায় সেদিন বিষয়টি সুরাহা করা সম্ভব হয়নি। পাহাড়তলী থানা পুলিশের জিম্মায় রাখা হয় গুদামটি। পরবর্তীতে আজ বিকেলে ফের অভিযান চালিয়ে মেসার্স খাজা ভান্ডারের মালিক সাহাবুদ্দিন মিয়াকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে পাহাড়তলী থানা পুলিশের একদল সদস্য সহযোগিতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়