শিরোনাম
◈ প্রাথমিকে আগের নিয়মে ফিরছে বৃত্তি পরীক্ষা ◈ (১৬ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ মার্কিন গোয়েন্দা সংস্থার নয়া অধিকর্তা তুলসী গ্যাবার্ড কে? বিজেপির সঙ্গেও ‘নৈকট্য’ ◈ বাংলাদেশের ১২ ক্রিকেটার আইপিএলের নিলামে, কার ভিত্তিমূল্য কত? ◈ স্ত্রীর মোহরানাও ঋণের অন্তর্ভুক্ত, অনাদায়ে স্বামীর ঘাড়ে তা ঋণ স্বরূপ বহাল থাকবে ◈ খাদ্য অধিদপ্তরের চাল মজুদ করে ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি ◈ ‘মাকে হত্যা’ করে ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় ◈ দায়বদ্ধতা থেকেই অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে: জ্বালানি উপদেষ্টা ◈ চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারতের প্রভাবের কাছে নত হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ◈ আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৪, ১২:২৫ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় মাদরাসা শিক্ষার্থীদের উদ্যোগে সড়ক মেরামত

ফারুক আহাম্মদ,ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত চলাচলের অনুপযোগী একটি সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন মাদরাসা শিক্ষার্থীরা। শুক্রবার ( ১৫ নভেম্বর ) সকালে উপজেলার টিএনটি সড়কে এ মেরামত কাজ শুরু করেন শিক্ষার্থীরা। জানা গেছে, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় উপজেলা সদরের সঙ্গে কয়েক গ্রামের সংযোগ সড়ক ব্রাহ্মণপাড়া-কল্পবাস সড়কের বেহাল দশা হয়ে পড়ে।

এতে ওই সড়কে যাতায়াত করতে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ অবস্থার পরিবর্তনের স্বপ্ন দেখেন মাদরাসা শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে স্থানীয় জামিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীরা উদ্যোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ নিরসনে ওই সড়কটির মেরামত কাজ শুরু করেন।সরেজমিনে দেখা গেছে, উপজেলার প্রধান সড়কের সঙ্গে সংযোগ সড়ক ব্রাহ্মণপাড়া-কল্পবাস সড়কটি সাম্প্রতিককালের ভয়াবহতম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এতে এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এর ফলে কয়েক গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন। তবে সাধারণ মানুষের এই দুর্ভোগ নিরসনে এগিয়ে এসেছেন জামিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীরা। ইটের খোয়া, মাটি, পাথর ও বাঁশ দিয়ে সড়কটির মেরামত করছেন তারা। এর ফলে সড়কটি প্রাণ ফিরে পেতে শুরু করেছে। মাদরাসা শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ সংস্কার কাজে শিক্ষার্থীদের পরামর্শ ও দিকনির্দেশনা দেন জামিয়া ইসলামিয়া মাদরাসা সুপার ও জামায়াতে ইসলামীর ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা রেজাওল করিম, জামিয়া ইসলামিয়া মাদরাসার সহকারী সুপার মাঈনুদ্দীন সাঈদ, জামায়াতে ইসলামীর নেতা ওমর সানী। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ এ সংস্কার কাজে নানাভাবে সহযোগিতা করেন। স্থানীয় বাসিন্দা ফখরুল আলম মিথুন বলেন, ভাঙাচোরা এই সড়ক দিয়ে চলাফেরা করতে আমাদের কষ্ট ভোগ করতে হচ্ছে।

মাদরাসা শিক্ষার্থীদের উদ্যোগে এই সড়কের মেরামত কাজ শুরু হয়েছে। এতে আমাদের দুর্ভোগ লাঘব হবে। আমরা তাদের জন্য দোয়া করব। স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল হক বলেন, বন্যায় এ উপজেলার অধিকাংশ সড়ক নষ্ট হয়েছে। বন্যার কবলে পড়ে ব্রাহ্মণপাড়া-কল্পবাস সড়কটির অবস্থাও খারাপ হয়ে পড়ে। সাধারণ মানুষদের চলাচল করতে কষ্ট ভোগ করতে হয়। তবে এ সড়কটি মেরামতে মাদরাসা শিক্ষার্থীরা এগিয়ে এসেছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়