শিরোনাম
◈ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু ◈ এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশের সামনে দুটি পথ : ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন ◈ পুকুর থেকে মাছ চুরি করে কোটিপতি! ◈ কেউ সামরিক ঘাঁটি করতে পারবে না সেন্ট মার্টিনে: রিজওয়ানা হাসান ◈ দেশে চালু করা হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট ◈ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা সিটি কলেজে, অনিশ্চয়তায় ১১ হাজার শিক্ষার্থী ◈ মহিষের বীর্য বিক্রি করে মাসে আয় ৭ লাখ টাকা! ◈ আজিমপুরে দিনেদুপুরে ডাকাতি করতে ঢুকে মালামালের সঙ্গে শিশুকেও নিয়ে গেল দুর্বৃত্তরা ◈ দুই ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলো ইংল্যান্ড ◈ শিল্পাঞ্চলসমূহে সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ০১:৩৭ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাটের ইজারা ছাত্রলীগ নেতার নামে, খাজনা উত্তোলন করে ছাত্রদল নেতা

বরুন কুমুার বাড়ৈ, আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতার নামে হাটের ইজারা থাকলেও টাকা উত্তেলন করে ছাত্রদল নেতা। 

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর হাটের ১৪৩১ সালের ইজারার জন্য টেন্ডার আহবান করে। ৪০ হাজার টাকায় আস্কর হাটের ইজারা পায় উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মিঠুন কুমার। 

তিনি ওই ইজারার ৪০ হাজার টাকা নিজে পরিশোধ করে হাটের খাজনা বাবদ উত্তোলনকৃত টাকা দিয়ে হাটের দূর্গা মন্দিরের উন্নয়ন কাজ করার নির্দেশ দিয়ে ছিলেন হাট কমিটিকে। ১৪৩০ সালেও মিঠুন নিজের টাকায় ইজারা নিয়ে হাটের খাজনা উমুক্ত করে দিয়েছিলেন। আস্কর হাটে প্রতি সপ্তাহে শুক্রবার ও সোমবার দুই দিন ইজারাদারের পক্ষে হাকিম মোল্লা খাজনার টাকা উত্তোলন করে হাট কমিটির সাধারন সম্পাদক অনাধী ওঝার কাছে জমা দেন। জমাকৃত টাকা দিয়ে আস্কর হাটে দূর্গা মন্দিরের নির্মাণ কাজ করা হয়। 

চলতি বছরে সাত মাস টাকা উত্তোলন করে জমা রাখা হলেও সোমবার (১১ নভেম্বর) হাটের দিন টাকা উত্তোলনকারী হাকিম মোল্লাকে হুমকি- ধামকি দিয়ে খাজনার টাকা উত্তোলন করতে বাধাঁ দেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা বুলবুল হাওলাদার। তাদের ভয়ে হাকিম মোল্লা খাজনা উত্তোলন করেনি। এসময় ছাত্রদল নেতা বুলবুল হাওলাদারের নির্দেশে তার ছোট ভাই বায়েজিদ হাওলাদারসহ তিনজনে আস্কর হাটের সোমবারের খাজনা টাকা উত্তোলন করে নিয়ে যায়। এ ঘটনা স্থানীয়রা বাগধা ইউনিয়ন চেয়ারম্যান ও আস্কর হাটের সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্রিকে ঘটনাটি জানান।

উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না এ ঘটনা জানতে পেরে তিনি বাগধা ইউনিয়ন বিএনপি যুগ্ন- আহবায়ক ফারুক আকনকে স্থানীয় ভাবে সমাধান করার নির্দেশ দেন। ইউনিয়ন বিএনপি’র নেতা ফারুক আকন বলেন, আমি বুলবুল হাওলাদারকে ডেকে সোমবার হাট থেকে খাজনার উত্তোলন কৃত টাকা খাজনা উত্তোলনকারী হাকিম মোল্লার কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। বাগধা ইউনিয়নের চেয়ারম্যান ও আস্কর হাটের সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্রি জানান, ইজারাদারের প্রতি স্থানীয়দের ক্ষোভ থাকার কারনে এ ঘটনা ঘটেছে। হাট থেকে উত্তোলনকৃত খাজনার টাকা সরকারের রাজস্ব। তাই তাদের ফেরত দিতে বলেছি।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি(তদন্ত)সুশংকর মল্লিক বলেন, কালবেলাকে বলেন আমি ঘটনা শুনে সরেজমিন গিয়ে ছিলাম। হাটের লোকজনের কথা শুনে স্থানীয় ভাবে সমাধান করার নির্দেশ দিয়েছি। এঘটনায় অভিযুক্ত ছাত্রদলের সাবেক নেতা বুলবুল হাওলাদার বলেন, ভুল বোঝাবুঝির কারনে সোমবার আস্কর হাটের খাজনা উত্তোলন করা
হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়