শিরোনাম
◈ শিল্পাঞ্চলসমূহে সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা ◈ শেখ হাসিনার বক্তব্যে অস্বস্তিতে সরকার ও রাজনৈতিক দলগুলো, জবাব চাওয়া হলে উত্তর মেলেনি ◈ বক্তব্য প্রত্যাহার করেছেন নুরুল হক নুর ◈ ১৫ বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবিলা করা সহজ নয়: আসিফ নজরুল ◈ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, কী পদক্ষেপ নিচ্ছে সরকার? ◈ ফেসবুকে ‘হারপিক’ নিয়ে তোলপাড়, জানা গেল কারণ ◈ উপদেষ্টা মাহফুজের গ্রেপ্তারের ভুয়া তথ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করলেন জয় ◈ ভাইরাল ভিডিও প্রসঙ্গে যা বললেন বিদ্যা সিনহা মিম ◈ বাবার মারধরে মৃত্যু, ২৫টি হাড় ভাঙা ছিল ফুটফুটে শিশুটির ◈ মুক্তিযুদ্ধে জামায়াতের অবস্থান কী ছিল, যা বললেন আমির (ভিডিও)

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ০১:৩০ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ মাসেও খোজ মেলেনি নমিতা সরকারের

বরুন কুমুার বাড়ৈ, আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় ভাতার টাকা তুলতে গিয়ে নিখোঁজ হয়েছে এক বিধবা নারী। মেয়ের সন্ধ্যান পেতে দ্বারে দ্বারে ঘুরছেন বৃদ্ধ পিতা। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। ৮ মাসেও মেয়ের নমিতা সরকারের কোন সন্ধান পাননি তার পিতার পরিবার।

জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী গ্রামের জগদীশ সরকারের মেয়ে নমিতা সরকারের ২০০৪ সালে গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের
সেনেরহাট গ্রামের রমেশ পালের ছেলে শ্যামল পালের সাথে বিয়ে হয়। এক পূত্র সন্তান জন্মের পরে ২০১৮ সালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে স্বামী শ্যামল পালের মৃত্যু হয়। এরপর থেকে নমিতা সরকার পিতার বাড়ি আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামে বসবাস করে আসছেন। 

স্বামীর বাড়ি গৌরনদীর উপজেলার শরিকল ইউনিয়নের সেনেরহাট হওয়ার কারনে ওই স্থানে নমিতার নামে বিধবা ভাতার কার্ড বরাদ্দ হয়। চলতি বছরের ২০ এপ্রিল পিতার বাড়ি থেকে নমিতা সরকার বিধবা ভাতার টাকা উত্তোলনের জন্য পাশ^বর্তী গৌরনদী উপজেলার শরিকল যাওয়ার পথে নিখোঁজ হন। পিতা জগদীশ সরকারের পরিচিত জনেরা জানিয়ে নমিতাকে তারা সর্বশেষ মাহিলাড়া থেকে গৌরনদী আসার পথে দেখেছে। 

তাকে বিভিন্ন স্থানে খুজে না পেয়ে চলতি বছরের ১৩ জুলাই গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন নমিতার পিতা জগদীশ সরকার, যার নং-৬৯৫। দীর্ঘদিন খোঁজাখুজি করে নমিতাকে না পেয়ে বৃদ্ধ পিতা জগদীশ সরকার সেনাবাহিনী ক্যাম্প, বরিশাল র‌্যাব- ৮’র কার্যালয়, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ইউনিয়ন চেয়ারম্যান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের দ্বারে দ্বারে ঘুরছেন। 

৮ মাসেও মেয়ে নমিতা সরকারের কোন সন্ধ্যান না পেয়ে হতাশায় ভুগছেন তার হত দরিদ্র বৃদ্ধা পিতা ও মাতা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়