শিরোনাম
◈ দুই ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলো ইংল্যান্ড ◈ শিল্পাঞ্চলসমূহে সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা ◈ শেখ হাসিনার বক্তব্যে অস্বস্তিতে সরকার ও রাজনৈতিক দলগুলো, জবাব চাওয়া হলে উত্তর মেলেনি ◈ বক্তব্য প্রত্যাহার করেছেন নুরুল হক নুর ◈ ১৫ বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবিলা করা সহজ নয়: আসিফ নজরুল ◈ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, কী পদক্ষেপ নিচ্ছে সরকার? ◈ ফেসবুকে ‘হারপিক’ নিয়ে তোলপাড়, জানা গেল কারণ ◈ উপদেষ্টা মাহফুজের গ্রেপ্তারের ভুয়া তথ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করলেন জয় ◈ ভাইরাল ভিডিও প্রসঙ্গে যা বললেন বিদ্যা সিনহা মিম ◈ বাবার মারধরে মৃত্যু, ২৫টি হাড় ভাঙা ছিল ফুটফুটে শিশুটির

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ১২:০৬ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে সালিশে চুল কেটে দেওয়ায় আত্মহত্যা চেষ্টা, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরের চরভদ্রাসনে সালিশ বৈঠকে চুল কাটায় আত্মহত্যার চেষ্টা করেন তপু খান (১৭) নামের এক কিশোর। এ ঘটনায় এক ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইউপি সদস্যের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সরোয়ার আজম মৃধা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর রাতে একটি সালিশ বৈঠকে ইউপি সদস্য সরোয়ার আজম মৃধার নেতৃত্বে শাস্তিস্বরূপ লোহারটেক গ্রামের আইয়ুব খানের ছেলে তপু খানের মাথার চুল কেটে দেন। পরের দিন দুপুরে ওই কিশোর সালিশ বৈঠককে দায়ী করে একটি চিঠি লিখে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করেন। এ ঘটনায় আহত যুবকের চাচা রাজু মিয়া চরভদ্রাসন থানায় একটি মামলা করেন। এতে ইউপি সদস্যসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গাফফার জানান, সালিশ বৈঠকে এক কিশোরের চুল কাটার অভিযোগে দায়ের করা মামলায় ইউপি সদস্যসহ আরও একজনকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়