শিরোনাম
◈ শিল্পাঞ্চলসমূহে সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা ◈ শেখ হাসিনার বক্তব্যে অস্বস্তিতে সরকার ও রাজনৈতিক দলগুলো, জবাব চাওয়া হলে উত্তর মেলেনি ◈ বক্তব্য প্রত্যাহার করেছেন নুরুল হক নুর ◈ ১৫ বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবিলা করা সহজ নয়: আসিফ নজরুল ◈ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, কী পদক্ষেপ নিচ্ছে সরকার? ◈ ফেসবুকে ‘হারপিক’ নিয়ে তোলপাড়, জানা গেল কারণ ◈ উপদেষ্টা মাহফুজের গ্রেপ্তারের ভুয়া তথ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করলেন জয় ◈ ভাইরাল ভিডিও প্রসঙ্গে যা বললেন বিদ্যা সিনহা মিম ◈ বাবার মারধরে মৃত্যু, ২৫টি হাড় ভাঙা ছিল ফুটফুটে শিশুটির ◈ মুক্তিযুদ্ধে জামায়াতের অবস্থান কী ছিল, যা বললেন আমির (ভিডিও)

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ০৯:৫৬ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৪, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ মাস বন্ধ থাকার পর চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঢাকা সিরাজগঞ্জ রুটের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস।

শুক্রবার ভোর ৬টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

পুনরায় ট্রেন চালু উপলক্ষে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ট্রেন চালুর আন্দোলনের সমন্বয়ক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্য নেতৃবৃন্দ। প্রথম দিনেই ঢাকাগামী যাত্রী ছিল চোখে পড়ার মতো। আবারো বাজার স্টেশন থেকে সরাসরি ঢাকা যেতে পেরে উচ্ছসিত সিরাজগঞ্জবাসী।

উল্লেখ্য, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হয়। এরপর ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিপ্লব সাধিত হওয়ার পর ব্ন্ধ ট্রেন চালু করার দাবিতে সামাজিক আন্দোলনে নামেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চু।

সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সাথে নিয়ে ঝাপিয়ে পড়েন আন্দোলনে। ট্রেন চালুর দাবিতে লাগাতার সভা সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়াসহ নানা দফতরে দৌড় ঝাপের পর অবশেষে সিরাজগঞ্জবাসীর ট্রেন চালুর দাবি মেনে নেন রেল কতৃপক্ষ।

এদিকে, আজ ভোর ৬টায় সিরাজগঞ্জ বাজার রেল স্টেশন থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আনুষ্ঠানিকভাবে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেন ছাড়ার প্রাক্কালে এক সংক্ষিপ্ত উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেন চালুর দাবিতে আন্দোলনের সমন্বয়ক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চু।

এ সময় আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি হারুন অর রশিদ খান হাসান। জেলা বিএনপির প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিক সরকার, শহর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হীরক গুন, অর্থ সম্পাদক নূরুল ইসলাম রইসী, দফতর সম্পাদক এনামুল হক, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়