শিরোনাম
◈ আর্মি সার্ভিস কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত ◈ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত ◈ এবার আওয়ামী লীগ নেতাদের ক্ষমা চাইতে বললেন সিদ্দিকী নাজমুল আলম ◈ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশে ৭ দিনে ৬৮০ নোটিশ, ১৪৭মামলা, ৪৯ গ্রেপ্তার ◈ অপরাধের কারণে কারো বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট ◈ ভোরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে মুখোমুখি ◈ চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায়! ইউটিউবে ভারতীয় চ্যানেলে ভয়ঙ্কর অপপ্রচার!!(ভিডিও) ◈ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার ◈ ‌‘আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে, ব্যস্ততার কারণে যেতে পারিনি’ ◈ আলোচিত সব সংস্কার প্রস্তাব বিএনপির ৩১ দফায় আছে: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় জমি নিয়ে বিরোধে কৃষকের বাড়িতে প্রকাশ্যে আগুন দিল প্রতিপক্ষ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আকুব্বর শেখ (৪০) নামে এক কৃষকের বাড়িতে প্রকাশ্যে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঠেকাতে গিয়ে আহত হয়েছেন ওই কৃষক। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আকুব্বর শেখের সাথে প্রতিপক্ষের জাকের মাতুব্বরের বিরোধ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে আকুব্বরের বাড়িতে গিয়ে হামলা চালায় জাকের মাতুব্বর ও তার ছেলে রোমান মাতুব্বর। হামলার সময় রোমান কৃষক আকুব্বরের ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়। যদিও এ আগুনে তেমন ক্ষতি হয়নি। 

তবে হামলা ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন কৃষক আকুব্বর। তার মাথা ফেটে গেছে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহত আকুব্বর বলেন, দেশে কোনো আইন নেই, বিচার নেই। আমি গরীব মানুষ। আমার বাড়ি দখলের জন্য ওরা আজ হামলা চালিয়েছে। আমি এই বিচার কার কাছে চাইবো?

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ওই বাড়ির নারীরা ঝামেলা করেছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়