শিরোনাম
◈ হিলি স্থলবন্দরে একদিনেই এলো ১৮০০ মেট্রিক টন আলু, কিছুটা কমেছে দাম ◈ এমবাপ্পেকে ছাড়াই নেশন্স লিগের জন্য দল ঘোষণা করলো ফ্রান্স ◈ তৃণমূল থেকে ক্রিকেটার বের করার লক্ষ্যে জিয়া টুর্নামেন্ট সোমবার শুরু ◈ ইংলিশ ক্রিকেটার অ্যান্ডারসক কেন ৪২ বছর বয়সে আইপিএলে নাম দিলেন? ◈ বাংলাদেশ সফরে সিরিজের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা ◈ পটপরিবর্তনের পর সরকার থেকে আমার কাছে দিকনির্দেশনা চাওয়া হয়: বুলবুল ◈ পরিকল্পিতভাবে এজলাসে বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়েছে: আইনজীবী (ভিডিও) ◈ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ব্যবসা বন্ধ হওয়া দরকার: ব্যারিস্টার ফুয়াদ ◈ নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৪, ০৩:২১ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৪, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ কোটি টাকা খেলাপি ঋণের দায়ে সাবেক মেয়র মাহমুদুুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনুজ দেব বাপু, চট্টগ্রাম:  ১০ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আমাদেরসময়ডটকমকে জানান, ১০ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় চসিকের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা গেছে, ১০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের দাবিতে আগ্রাবাদ শাখার সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক মাহমুদুল ইসলাম চৌধুরী ও তার প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করেন। ২০২৪ সালের ২৭ মার্চ অর্থঋণ আদালত ডিক্রি জারি করে। মাহমুদুল ইসলাম ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ২২৯ টাকাসহ ১২ শতাংশ হারে সুদের ডিক্রি হয়। আদালত ৬০ দিনের মধ্যে অর্থ পরিশোধের জন্য নির্দেশ দিলেও তা পরিশোধ না করায় চলতি বছরের গত ৮ জুলাই ১০ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৬৬ টাকা আদায়ের দাবিতে ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা জারি করে। 

ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক বা সহায়ক জামানত হিসেবে না থাকায় খেলাপী ঋণ আদায়ের জন্য আইনের ৩৩ ধারায় নিলাম কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়নি। পরে ব্যাংক অর্থঋণ আইনের ৩৪ ও ৩৫ ধারায় তার বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হয়। আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার আদেশ দেয় আদালত।

উল্লেখ্য, জাতীয় পার্টির বর্তমান প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী ১৯৭৯ সালে বিএনপিতে যোগ দিয়ে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম-১৫ আসনে থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮-১৯৮৯ সাল পর্যন্ত তৎকালীন চট্টগ্রাম পৌর করপোরেশনের প্রথমে প্রশাসক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। চসিকের প্রথম মেয়র হিসেবে ১৯৮৯-১৯৯০ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়