শিরোনাম
◈ হিলি স্থলবন্দরে একদিনেই এলো ১৮০০ মেট্রিক টন আলু, কিছুটা কমেছে দাম ◈ এমবাপ্পেকে ছাড়াই নেশন্স লিগের জন্য দল ঘোষণা করলো ফ্রান্স ◈ তৃণমূল থেকে ক্রিকেটার বের করার লক্ষ্যে জিয়া টুর্নামেন্ট সোমবার শুরু ◈ ইংলিশ ক্রিকেটার অ্যান্ডারসক কেন ৪২ বছর বয়সে আইপিএলে নাম দিলেন? ◈ বাংলাদেশ সফরে সিরিজের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা ◈ পটপরিবর্তনের পর সরকার থেকে আমার কাছে দিকনির্দেশনা চাওয়া হয়: বুলবুল ◈ পরিকল্পিতভাবে এজলাসে বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়েছে: আইনজীবী (ভিডিও) ◈ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ব্যবসা বন্ধ হওয়া দরকার: ব্যারিস্টার ফুয়াদ ◈ নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৪, ০২:৫২ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র-জনতার অর্জন ব্যর্থ হতে দেওয়া  যাবে না : বিএনপি নেতা শাহজাহান

মোহাম্মদ সোহেল, নোয়াখালী : ছাত্র-জনতার অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে এই গণজমায়েতের আয়োজন করা হয়। মো.শাহজাহান বলেন, দেশের ছাত্র, জনতা ও বিএনপির হাজার হাজার কর্মী বুকের রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। তাদের অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আমরা গত ১৭ বছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে পারিনি। আমাদের দেশের ছাত্র, জনতা, মেহনতী মানুষ, বিএনপির হাজার হাজার কর্মী, বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা, সাধারণ ছাত্ররা বুকের রক্ত দিয়ে আজকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে।

মো. শাহজাহান আরও বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম রক্ত দিয়ে, কিন্তু বেশিদিন ধরে রাখতে পারিনি। আজকে আমাদের যে অর্জন, এ অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ অর্জনকে ধরে রাখতে হবে। তাই আজকে কেউ কারও বিরুদ্ধে আবেগপ্রবণ কথা না বলে, কোনো দুঃচিন্তা- কুচিন্তা না করে অতিদ্রুত কিছু সংস্কার সাধন করার পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে যত তাড়াতাড়ি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যাবে ততই হবে দেশের জন্য মঙ্গল। তাহলে চক্রান্তকারীরা কোনো সুযোগ পাবে না। আর যদি বিলম্ব হয়, চক্রান্তকারীরা বসে নেই। তারা প্রতিনিয়ত চক্রান্ত করছে এবং সংখ্যালঘুদের ব্যবহার করে অনেক রকম অপকর্ম করার চেষ্টা করছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়