শিরোনাম
◈ হিলি স্থলবন্দরে একদিনেই এলো ১৮০০ মেট্রিক টন আলু, কিছুটা কমেছে দাম ◈ এমবাপ্পেকে ছাড়াই নেশন্স লিগের জন্য দল ঘোষণা করলো ফ্রান্স ◈ তৃণমূল থেকে ক্রিকেটার বের করার লক্ষ্যে জিয়া টুর্নামেন্ট সোমবার শুরু ◈ ইংলিশ ক্রিকেটার অ্যান্ডারসক কেন ৪২ বছর বয়সে আইপিএলে নাম দিলেন? ◈ বাংলাদেশ সফরে সিরিজের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা ◈ পটপরিবর্তনের পর সরকার থেকে আমার কাছে দিকনির্দেশনা চাওয়া হয়: বুলবুল ◈ পরিকল্পিতভাবে এজলাসে বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়েছে: আইনজীবী (ভিডিও) ◈ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ব্যবসা বন্ধ হওয়া দরকার: ব্যারিস্টার ফুয়াদ ◈ নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৪, ০২:২২ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলফাডাঙ্গায় জমি দখল করে জোর করে ঘর উত্তোলনের অভিযোগ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: আপন চাচার জমি দখল করে ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। ফরিদপুরের আলফাডাঙ্গার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় গতকাল বুধবার রাতে ভাতিজা শাহিন মোল্যা ও তার স্ত্রী মদিনা বেগমের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আকতার মোল্যা। 

অভিযোগ থেকে জানা যায়, উপজেলার যোগীবরাট গ্রামে আকতার মোল্যার সাথে ভাতিজা শাহিন মোল্যার সাথে বাড়ির ৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে আকতার মোল্যা ও তার ছেলেকে একাধিক বার মারধর করে শাহিন। আকতার মোল্যার পিতা জীবিত থাকাকালীন সময়ে সকল ভাইদের আপোষমতে জমি ভোগদখল করে নেয় সবাই।

আকতার মোল্যার পিতা ও বিবাদী শাহিন মোল্যার পিতা মারা যাওয়ার পর থেকে অভিযুক্তরা জমির পূর্বের শর্ত না মেনে গায়ের জোরে জমি দখল করার ষড়যন্ত্র করে। ইতোমধ্যে বিরোধপূর্ণ জমিতে শাহিন মোল্যা জোর করে ঘর উত্তোলন শুরু করে। আকতার মোল্যা এ কাজে বাঁধা প্রদান করলে বিবাদী বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে। আকতার মোল্যার ছোট ভাই ফরিদ মোল্যা জমি মেপে ঘর উত্তোলনের কথা বললে তাকেও হুমকি প্রদান করে শাহিন। 

আকতার মোল্যা বড় ছেলে আব্দুল্লা মোল্যা বলেন, নারায়নগঞ্জ জেলার একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমি। গতমাসে বাড়িতে গিয়ে এ ঘটনা শুনতে গেলে চাচাতো ভাই শাহিন মোল্যা আমাদের মারধর করে হুমকি প্রদান করে। 

এ ঘটনায় শাহিন মোল্যা বলেন, আমাদের বাবা-চাচাদের জমি এখন বণ্টন হয়নি। আমার দখল স্বত্ত্বে জমিতে ঘর উত্তোলন করছি। আমার বিরুদ্ধে থানায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়েছে। আর আকতার মোল্যা তার বড় ছেলে আব্দুল্লাকে কোনো মারধর করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

আলফাডাঙ্গা থানায় ওসি ছুটিতে থাকায় দায়িত্বপ্রাপ্ত সেকেন্ড অফিসার (এসআই) তানভির আহমেদ বলেন, ওই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়