শিরোনাম
◈ ৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ◈ আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা সবাই একত্রে থাকবেন, তা না হলে পরিণতি খারাপের দিকে যাবে: সারজিস আলম ◈ গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছে   ◈ রাষ্ট্রপতির অপসারণে ফের রাজনৈতিক সংলাপ, এবার সমন্বয়করা ◈ অমিত শাহের পেট্রাপোল বন্দর পরিদর্শনে বন্ধ থাকবে আমদানি-রফতানি ◈ আলোচিত সেই এডিসি সানজিদাকে বদলি ◈ 'যে কোন দিন আপনার বিরুদ্ধেও দাঁড়িয়ে যেতে পারি', আইন উপদেষ্টার সামনেই হাসনাত বললেন (ভিডিও) ◈ তরুণীকে একা পেয়ে টানাহেঁচড়া করল ছিনতাইকারীরা (ভিডিও) ◈ একদিনের মাথায় প্রধান উপদেষ্টার একান্ত সচিবের নিয়োগ বাতিল ◈ ফরিদপুরে ছাত্রী হোস্টেলের পরিচালিকা ৩০ লাখ টাকা নিয়ে উধাও

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৪, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াকাটায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৩ ঘর বিধ্বস্ত, ব্যাপক ক্ষয়ক্ষতি

জাকারিয়া জাহিদ,কুয়াকাটা পটুয়াখালী : কুয়াকাটায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৩ ঘর বিধ্বস্ত হয়েছে।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে কুয়াকাটার তাহেরপুর গ্রামে এই ঘটনা ঘটে।প্রবল ঝড়ে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।

স্থানীয়রা জানান, হঠাৎ প্রবল বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস শুরু হলে ঘরবাড়ি ভেঙে পড়ে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার(২৪ অক্টোবর ) দুপুরের  দিকে কুয়াকাটার তাহেরপুর এলাকায় বাতাসে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ইব্রাহিমের ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। একই এলাকার আবুতালেব এর বাড়িতে গাছ উপড়ে পড়ে ঘর ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাবুল সরদারের বসতঘরের চাল ও বেড়া বাতাসে উড়িয়ে নিয়ে যায়।দুলাল,কামাল,রুবেল,বেল্লাল,রিয়াজ, গিয়াস উদ্দিন,হালিম ও মোশাররফ এর ঘরের উপর গাছ পরে সম্পূর্ণ ঘর ক্ষতিগ্রস্তহয়।

প্রত্যক্ষদর্শী মাওলানা আব্দুর জব্বার বলেন, ‘ঘূর্ণিঝড়ের আঘাতে প্রবল বাতাসের কারণে মুহূর্তের মধ্যে এলাকায় অনেক ঘরবাড়িসহ গাছপালা উপড়ে ফেলে। এতে এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ।’জামাল সরদার বলেন, ‘প্রচণ্ড বাতাসের কারণে আমাদের মসজিদের অর্ধেক চাল উড়ে গেছে। এ সময় আমের গাছও উপড়ে ফেলে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল  বলেন  খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি লতাচাপলি ইউনিয়নের তাহেরপুরে ১৩ টি টিনের ঘর ও অনেকগুলো গাছ উপড়ে পড়েছে  দমকা হাওয়ার ফলে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়