শিরোনাম
◈ ফুটবল ফেডারেশনের লোগো নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না ◈ বাংলাদেশকে হারিয়ে ১০ বছর পর উপমহাদেশে দক্ষিণ আফ্রিকার জয়ের খরা কাটলো: মার্করাম ◈ লড়াই করতে পারলো না, দক্ষিণ আফ্রিকার কাছে সহজেই মিরপুর টেস্ট হেরে গেলো বাংলাদেশ ◈ সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার  ◈ ডলারের মূল্যবৃদ্ধি, গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ ◈ ঘূর্ণিঝড় দানার প্রভাব: কলকাতা বিমানবন্দর বন্ধ ঘোষণা, ২০০ ট্রেনের যাত্রা বাতিল ◈ ৩ বারের বেশি বিসিএসে অংশ নেয়া যাবে না ◈ শেখ হাসিনার ‘স্পষ্ট অবস্থান’ জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন ◈ রাষ্ট্রপতির বিষয়ে উপদেষ্টা পরিষদ, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত ◈ ভারত এখন গুপ্তঘাতক ক্লাবের অংশ: গার্ডিয়ান বিশ্লেষণ

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৪, ১২:৩৮ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে নিজের গলা কেটে যুবকের আত্মহত্যা

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌর শহরে সাত্তার মিয়া (৩২) নামে এক যুবক নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। পৌর শহরের মালাকার এলাকায় বুধবার (২৩ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মিয়াব আলীর ছেলে।

মিয়াব আলী জানান, তার ছেলে সাত্তার প্রায় ৮ বছর আগে মাদকাসক্ত হয়ে পড়ে। বছর দুয়েক আগে থেকে সে বেপরোয়া হয়ে ওঠে। বাসার লোকজনকে মারপিট ও ভাঙচুর করে। প্রায় এক বছর আগে মারপিট করে তার স্ত্রী জোৎস্না বেগমের হাত ভেঙে দেয়। দুই শিশু পুত্রকে মাটিতে চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা চালায়। অত্যাচার সইতে না পেরে তার স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যায়। এরপর থেকে সাত্তার অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।

তিনি বলেন, বুধবার বিকেলে সাত্তার উত্তেজিত হয়ে উশৃঙ্খল আচরণ শুরু করে। এক পর্যায়ে একটি ধারালো টিনের সিট নিয়ে মালাকারপাড়া এলাকায় গিয়ে নিজের গলা কাটতে থাকে। উৎসুক জনতা নিবৃত করার চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে মাধবপুর থানার এসআই সাইদুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তার হাত থেকে জনতার সহযোগিতায় টিনের ধারালো টুকরোটি উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় সাত্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সাত্তারের মৃত্যু হয় বলে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক জানান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়