শিরোনাম

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় সরকারীভাবে প্রতি ডজন ডিম ১৪০ টাকা বিক্রি শুরু 

এস এম সালাহউদ্দীন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :: বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে আনোয়ারায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটরিনারি হাসপাতালের আয়োজনে সুলভ মূল্যে ডিম বিক্রি করা হয়েছে।  বুধবার (২৩ অক্টাবর) দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার চাতরী চৌমহনী বাজারে প্রায় ২ হাজার ডিম বিক্রি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন, প্রাণি সম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, দেশে ডিমের দাম নিয়ে কুচক্রিমহল অস্থিতি পরিস্থিতির চেষ্ঠা করছে। ডিমের দাম জনসাধারণের সহনশীল অবস্থায় রাখতে বুধবার প্রতি ডজন ডিম ১৪০ টাকা করে বিক্রি করা হয়। এসময় ২ হাজার পিস ডিম বিক্রি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়