শিরোনাম
◈ হাসিনার পদত্যাগ: সুপ্রিম কোর্টের স্পেশাল রেফারেন্সে যা ছিলো ◈ সৌদি আরব বৈদ্যুতিক জেট পরিষেবা চালু করছে হজ যাত্রীদের জন্য  ◈ সমন্বয়কদের আশ্বাসে বঙ্গভবন এলাকা ছাড়ছেন আন্দোলনকারীরা, নিরাপত্তা জোরদার ◈ ‘ডেঞ্জার অ্যালার্ট’, ঘূর্ণিঝড় ডানা ধেয়ে আসছে! ◈ বঙ্গভবনের সামনে পুলিশের ওপর চড়াও হল বিক্ষোভকারীরা, অস্ত্র ফেলে চলে যায় পুলিশ (ভিডিও) ◈ ভারতে একদিনে ৫৪ বাংলাদেশিকে গ্রেপ্তার ◈ মালয়েশিয়ায় ন্যানো স্যাটেলাইট আবিষ্কার করলেন বাংলাদেশি গবেষক তারিকুল ◈ প্রধান বিচারপতির সঙ্গে আইন ও তথ্য উপদেষ্টার বৈঠক ◈ অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলো যাদের জন্য  ◈ বঙ্গভবনের ব্যারিকেড ভাঙার চেষ্টা : সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ আহত ২০

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৪, ০৮:৫৩ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জে মশাল মিছিল 

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ প্রতিনিধি : সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের প্রধান দোসর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জে মশাল মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যার ৭টার দিকে সিরাজগঞ্জে ইসলামীয়া কলেজ মাঠ থেকে একটি মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন এলাকায় স্বাধীনতা স্কয়ারে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা ফাসিবাদের প্রধান দোসর চপ্পু তুই গদি ছাড়, জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, ছাত্রলীগের দুই গালে, জুতা মার তালে তালে, স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবেসহ বিভিন্ন শ্লোগানে শহরের প্রধান প্রধান সড়কে কাঁপিয়ে তোলে শিক্ষার্থীরা।

সংক্ষিপ্ত সমাবেশে বৈষ্যমবিরোধী ছাত্র-আন্দোলনের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ইসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ২ হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে। গণঅভ্যুত্থানে গণভবন ছেড়ে পালিয়েছে আওয়ামী ফ্যাসিবাদের আইডল শেখ হাসিনা। এখন এই অবৈধ রাষ্ট্রপতি পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র খুঁজছেন। তার সব মন্তব্য ও প্রচেষ্টা পতিত ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদ এর দোসরদের রক্ষা ও পুনর্বাসন করা।

সমাবেশে শিক্ষার্থীরা আরও বলেন, আমরা অর্ন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই, চিহ্নিত জাতীয় শত্রুদের কেউ পুনর্বাসন করার দুঃসাহস দেখালে শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও রঞ্জুর অনুসারীরা আবার জীবন দেবে, রক্ত দেবে কিন্তু তাদের পুনর্বাসনের কোনো সুযোগ দেবে না। কীভাবে দেশকে, স্বাধীনতাকে রক্ষা করতে হয় তা জীবন দিয়ে শিখে ফেলেছে জনগণ। এই দেশ নিয়ে আর কাউকে চক্রান্ত করার সুযোগ দেয়া হবে না। রাষ্ট্রপতি পদে থাকার নৈতিকতা হারিয়েছে। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়