শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ◈ রাষ্ট্রপতি যখন সংসদ ভেঙে দিয়েছেন, তখনই প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত হয়ে গেছে: ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ◈ শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য মিথ্যাচার: আসিফ নজরুল (ভিডিও) ◈ হাসিনাকে উৎখাত করা হয়েছে, এখানে পদত্যাগপত্রের কোন ভূমিকা নেই: হাসনাত আব্দুল্লাহ ◈ আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগ নেতাদের বিক্ষোভ ◈ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে একই পরিবারের ৩ জনকে হত্যা ◈ ফের রাজপথে নামার হুঁশিয়ারি সারজিসের ◈ টাঙ্গাইলের ছানোয়ার বছরে কফি উৎপাদন করেন ১ টন, রয়েছে অন্যান্য সবজিও ◈ পেনাল্টি ছাড়া রোনালদো থেকে মেসির গোল বেশি ◈ ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হেরে গোলো বাংলাদেশ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৪, ১১:৪৪ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২৪, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে নাফনদীর সীমান্তে মধ্যরাতে বিস্ফোরণ

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদীর সীমান্তে ফের গোলাগুলি ও বোমার শব্দ শোনা গেছে। রোববার (২০ অক্টোবর) মধ্যরাত থেকে ২১ অক্টোবর সোমবার ভোর সকাল পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে উঠে সীমান্তের বাড়ি-ঘর। এতে  সারারাত আতংকিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

দুই দিন বন্ধ থাকার পর টেকনাফ সদর, সাবরাং, শাহপরীর দ্বীপ, সেন্টমার্টিন ও হ্নীলা এলাকায় বিস্ফোরণের শব্দ ভেসে আসে। মিয়ানমারের অভ্যন্তরে এসব গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনায় আতংকিত হয়ে পড়ে এপারের সীমান্ত এলাকার মানুষ। এ ব্যাপারে টেকনাফ উপজেলার সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, ২০ অক্টোবর রোববার মধ্যরাত থেকে ২১ অক্টোবর সোমবার ভোর সকাল পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে সীমান্তের বাড়ি-ঘর। 

এবিষয়ে টেকনাফ ২ বিজিবির ব্যাটানিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত সে-দেশের আভ্যন্তরীণ বিষয়। অনুপ্রবেশসহ সীমান্তে উদ্ভূত যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়