শিরোনাম
◈ শেখ হাসিনাকে ফেরাতে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন আসেনি ◈ মধ্যরাতে উত্তাল ঢাকা কলেজ, বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছেন সাধারণ শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান গ্রেফতার ◈ হরিণ শিকারের কারণেই বিষ্ণোই হয়ে উঠেছেন সালমান খানের প্রধান শত্রু ◈ বিএনপির নীতিনির্ধারকরা আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে দ্বিধাবিভক্ত (ভিডিও) ◈ বেনাপোলে জোড়া খুনে ৪ ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন ◈ শেখ হাসিনা আর রাজনীতি করার জন্য দেশে ফিরতে পারবে না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ‘ষড়যন্ত্র এখনও শেষ হয় নাই, ভোটের কোনো নিশানা কিন্তু দেখি না’ (ভিডিও) ◈ ঘূর্ণিঝড় ‘ডানা’ সম্ভাব্য যেসব উপকূলে আঘাত হানতে পারে ◈ বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের (ভিডিও)

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৪, ০৮:৩৭ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ার মিরপুরে দাউদ কবিরাজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জেরে দাউদ কবিরাজ নামে এক বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি ওহিদুল কবিরাজ (৬২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ও র‌্যাব-১, উত্তরার একটি যৌথ দল ১৯ অক্টোবর শনিবার বিকাল সাড়ে চারটার দিকে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় তাকে গ্রেফতার করে।

বিষয়টি রবিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান। গ্রেফতারকৃত মোঃ ওহিদুল কবিরাজ কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা শামুখিয়া এলাকার মৃত ইয়াসিন কবিরাজের ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট, ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন নওদা শামুখিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দাউদ কবিরাজকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করেন। এ হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের ছেলে মোঃ ইমরান হোসেন বাদী হয়ে ১৫ আগস্ট ২০২৪ তারিখ মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নম্বর-০৬, তারিখ ১৫ আগস্ট ২০২৪, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪ পেনাল কোড ১৮৬০। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া এবং র‌্যাব-১, উত্তরার একটি যৌথ আভিযানিক দল ১৯ অক্টোবর শনিবার বিকাল সাড়ে চারটার  সময় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় এই হত্যাকান্ডের ১ নং এজাহার নামীয় আসামি মোঃ ওহিদুল কবিরাজ ডিএমপি ঢাকা উত্তরা পূর্ব থানাধীন ০৭ নং সেক্টর, ২৯ নং মেডিএইড ফার্মেসীর সামনে হতে গ্রেফতার করে।

কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান জানান, দাউদ কবিরাজ হত্যা মামলার আসামি মো. ওহিদুল কবিরাজকে ঢাকা উত্তরা পূর্ব থানাধীন ০৭ নং সেক্টর, ২৯ নং মেডিএইড ফার্মেসীর সামনে হতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়ার মিরপুর থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন,  দাউদ কবিরাজ নামে এক বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি ওহিদুল কবিরাজ (৬২) কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়