শিরোনাম
◈ বেনাপোলে জোড়া খুনে ৪ ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন ◈ শেখ হাসিনা রাজনীতি করার জন্য আর দেশে ফিরতে পারবেন না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ‘ষড়যন্ত্র এখনও শেষ হয় নাই, ভোটের কোনো নিশানা কিন্তু দেখি না’ (ভিডিও) ◈ ঘূর্ণিঝড় ‘ডানা’ সম্ভাব্য যেসব উপকূলে আঘাত হানতে পারে ◈ বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের (ভিডিও) ◈ আওয়ামী লীগের আধিপত্য রক্ষার চেষ্টা, দাঁড়াতে দিচ্ছে না বিএনপি  ◈ জাতীয় ক্রিকেট, খুলনার সৌম্য ও বিজয় বর্থ, মেহেরবের ৬ উইকেটে রাজশাহীর বড় লিড ◈ কানাডা-ভারত কূটনৈতিক সম্পর্কে ফাটল, ফের উত্তেজনা ◈ বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রুহুল আমিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান ◈ সিরিজের প্রথম টেস্টে সোমবার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৪, ০৫:১৫ বিকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে  ভ্রাম্যমাণ আদালতের ৬০হাজার টাকা জরিমানা

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রা‌মের বাঁশখালীতে অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে পাঁচ ব্যাসায়ীকে ও লাইসেন্স বিহীন, অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল ও রেস্তোরাঁ পরিচালনার দায়ে দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ষাট হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২০ অক্টোবর) বিকা‌লে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বাজার মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন বলেন- ‘উপজেলার গুনাগরিস্থ বাজার মনিটরিংয়ের সময় মূল্য তালিকা না রাখা, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের দায়ে ৫ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা এবং লাইসেন্সবিহীন, অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল-রেস্তোরাঁ পরিচালনার দায়ে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইনের সংশ্লিষ্ট ধারায় দু’টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এ সময় কাঁচা সবজির দাম সহনীয় পর্যায়ে রাখা এবং মূল্যতালিকা প্রদর্শন করার জন্য সকল ব্যবসায়ীকে পরামর্শ প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে এ সময় রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকশ টিম উপস্থিত ছিলেন বাঁশখালী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জেস‌মিন আক্তার ব‌লেন, বাঁশখালীর‌ সাধারন জনগ‌নের কথা বি‌বেচনা ক‌রে প্রতি‌টি হাটবাজা‌রে মোবাইল কো‌র্টের মাধ‌্যমে বাজার ম‌নিট‌রিং করা হ‌বে ব‌লে তি‌নি জানান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়