শিরোনাম
◈ পাচারের অর্থ ফেরাতে সরকার কাজ শুরু করেছে: অর্থ উপদেষ্টা ◈ শিক্ষা বোর্ড ঘেরাও: শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ (ভিডিও) ◈ বিদ্যুৎ ও গ্যাসের দাম এখন থেকে সরকার নির্ধারণ করবে না : উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির ◈ সাকিবকে ফেরানোর দাবিতে বিক্ষোভ করতে এসে মার খেলেন তার ভক্তরা (ভিডিও) ◈ দুর্বল ছয়টি ব্যাংককে ১৬৪০ কোটি টাকা ঋণ দিল সবল তিন ব্যাংক ◈ অভিযুক্ত বিচারকদের বিষয়ে উচ্চ আদালতই ব্যবস্থা নেবেন: আসিফ নজরুল ◈ শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান ◈ ইরানে ইসরায়েলের হামলা পরিকল্পনার মার্কিন গোপন নথি ফাঁস, কী আছে নথিতে ◈ ভারতের দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা ◈ মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৪, ১২:৪৯ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর  : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মাতুব্বরের বাড়িতে হামলা, লুটপাট ও আগুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। মান্নান মাতুব্বরের স্ত্রী মোছা. রুনা বেগম বাদী হয়ে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে মামলাটি করেন।

জানা যায়, পূর্বশত্রুতার জেরে গত বৃহস্পতিবার খারদিয়া, নটখোলা, হাসামদিয়া, ময়েনদিয়া, পরমেশ্বরদী এলাকার সহস্রাধিক লোক দলবদ্ধ হয়ে মান্নান মাতুব্বরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ করে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চেয়ারম্যানের ছেলে মাসুদ মাতুব্বর (৩৫) ও চেয়ারম্যানের ভাতিজা শাকিল মাতুব্বরকে (২৬) মারাত্মক আহত করে।

এ ঘটনায় ৩৮ জনের নাম উল্লেখ করে এবং ৬০০-৭০০ জনকে অজ্ঞাত আসামি করে শুক্রবার বিকেলে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেন চেয়ারম্যানের স্ত্রী রুনা বেগম। রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা, উপপরিদর্শক (এসআই) শরীফ আব্দুর রশিদ বলেন, মাত্রই মামলা হয়েছে। এখন তদন্ত করে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান বলেন, বাদীর লিখিত অভিযোগ পেয়ে মামলা নেওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে দেখবেন। পাশাপাশি আসামিদের গ্রেফতারে অভিযানও চালানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়