শিরোনাম
◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ◈ পরীক্ষা দিতে এসে আটক রাবি ছাত্রলীগের ২ নেতা ◈ বিশ্বের ১১০ কোটি তীব্র দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!  ◈ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা ◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি ◈ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে ◈ দক্ষিণখানে পুলিশের পোশাক,নকল পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৪, ১০:৫৯ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থানীয়রা বলছেন, জ্বীন নাকি সাপের রূপ ধারণ করেছে, ছোবল দিচ্ছে তাদের (ভিডিও)

ঝিনাইদহে শৈলকুপায় দেখা দিয়েছে অদৃশ্য সাপের উপদ্রব। সাপের কামড়ে আক্রান্ত হচ্ছে শত শত মানুষ।

স্থানীয়রা বলছেন, জ্বীন নাকি সাপের রূপ ধারণ করে ছোবল দিচ্ছে তাদের। তবে কেউ তা চোখে দেখেনি। সাপরূপী জীন তাড়াতে বাজানো হচ্ছে বীন আর বিতরণ করা হচ্ছে সিন্নি। চিকিৎসকরা বলছেন, একটি একটি কুসংস্কার। সমস্যা সমাধানে বাড়াতে হবে সচেতনতা।

সাপরূপী জ্বীন। মাঠে, ঘাটে, খোলা স্থান বা বিছানায় হঠাৎ করেই দিচ্ছে কামড়। সেই জ্বীন তাড়াতে গ্রামজুড়ে রীতিমত হৈ চৈ পড়েছে।

আকষ্মিক উপদ্রব থেকে রেহাই পেতে কত না আয়োজন। বাজানো হচ্ছে বীন। চাঁদা তুলে বিতরণ করা হচ্ছে সিন্নি। দেওয়া হচ্ছে মিলাদও। তবুও রেহাই মিলছে না। পিছু ছাড়ছে না আতংক। এক মাসের বেশি সময় ধরে এ অবস্থা এখানকার শিংনগর গ্রামে।

গ্রামবাসী জানায়, এক মাস আগে ওই গ্রামের রোকেয়া খাতুন নামের এক বৃদ্ধা রাতে আক্রান্ত হয়। পরদিন বিকালে মারা যান তিনি। সেই থেকে আতংক শুরু..। পরে আরও এক বৃদ্ধাসহ ৩ জন মারা গেলে গ্রামজুড়ে আতংকের সৃষ্টি হয়। একে একে আক্রান্ত হচ্ছে নারী-পুরুষ সবাই।

সাপের কামড়ের কথা বললেও এখন পর্যন্ত একটি সাপও দেখতে পায়নি গ্রামবাসী। আতংক বাসা বেধেছে মনে। ভয়ে রাত বা দিনে ঘরের আলো জ্বালিয়ে ঘুমাচ্ছেন তারা।

যারা মারা গেছেন সেই পরিবারগুলো বলছেন, গায়ে কোন দাগ দেখেনি তারা। হাসপাতালে রক্ত পরীক্ষা করেও পাওয়া যায়নি বিষ। চান সমাধানও।

সচেতন মহল বলছেন, জ্বীন যদি সাপের রূপ নিয়ে মানুষকে আক্রান্ত করে তবুও তা দেখা যাবে। চিকিৎসকরা বলছেন, এটি একটি মানসিক রোগ। সমস্যা সমাধানে প্রয়োজন সচেতনতা।

ডা: রাশেদ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শৈলকুপা, ঝিনাইদহ। গেল এক মাসের বেশি সময়ে ওই গ্রামে ৩ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছে প্রায় দেড় শতাধিক মানুষ। উৎস: কালের কণ্ঠ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়